গ্রুপ লিগের বাধা টপকে এশিয়ান গেমসের ছেলেদেল টি-২০ ক্রিকেট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল নেপাল, হংকং ও মালয়েশিয়া। এ-গ্রুপে নিজেদের ২টি ম্যাচেই জয় তুলে নেয় নেপাল। বি-গ্রুপে নিজেদের ২টি ম্যাচই জেতে হংকং। সি-গ্রুপে নিজেদের ২টি ম্যাচ পকেটে পোরে মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে সরাসরি মাঠে নামবে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বাছাই তালিকার প্রথম পাঁচটি দল যথাক্রমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ লিগের বাধা টপকানো ৩টি দলকে মিলিয়ে মোট ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড।
প্রথম কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল, যারা গ্রুপ লিগে মঙ্গোলিয়া ও মলদ্বীপের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় এবং একের পর এক বিশ্বরেকর্ড ভাঙে। পাকিস্তান শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে হংকংয়ের বিরুদ্ধে, যারা গ্রুপ লিগে ২টি ম্যাচ জেতে জাপান ও কম্বোডিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কাকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। সুতরাং, তাদের শেষ আটের লড়াই সহজ হবে না মোটেও। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিরুদ্ধে। সুতরাং, কোয়ার্টার ফাইনালে তুলনায় সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামছে পাকিস্তান ও বাংলাদেশ।
কোয়ার্টার ফাইনালের সূচি:-প্রথম কোয়ার্টার ফাইনাল: ভারত বনাম নেপাল (৩ অক্টোবর, মঙ্গলবার, সকাল ৬টা ৩০ মিনিট)।দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: পাকিস্তান বনাম হংকং (৩ অক্টোবর, মঙ্গলবার, বেলা ১১টা ৩০ মিনিট)।তৃতীয় কোয়ার্টার ফাইনাল: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (৪ অক্টোবর, বুধবার, সকাল ৬টা ৩০ মিনিট)।চতুর্থ কোয়ার্টার ফাইনাল: বাংলাদেশ বনাম মালয়েশিয়া (৪ অক্টোবর, বুধবার, বেলা ১১টা ৩০ মিনিট)।
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী দল বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল (৬ অক্টোবর, শুক্রবার, সকাল ৬টা ৩০ মিনিট)।দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল (৬ অক্টোবর, শুক্রবার, বেলা ১১টা ৩০ মিনিট)।
ব্রোঞ্জ ও গোল্ড-সিলভার মেডেল ম্যাচের সূচি:-ব্রোঞ্জ মেডেল ম্যাচ: প্রথম সেমিফাইনালের পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল (৭ অক্টোবর, শনিবার, সকাল ৬টা ৩০ মিনিট)। গোল্ড-সিলভার মেডেল ম্যাচ: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল (৭ অক্টোবর, শনিবার, বেলা ১১টা ৩০ মিনিট)।
এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াড:-রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আকাশ দীপ, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।স্ট্যান্ড-বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।