সোমবার লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে পয়েন্টের খাতা খোলে অস্ট্রেলিয়া। সেই সুবাদে তারা লাস্টবয় তকমা ঘোচায়। চলতি বিশ্বকাপে এটিই অস্ট্রেলিয়ার প্রথম জয়। তিন ম্যাচে তারা ২ পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত লিগ টেবিলে ২ ধাপ উঠে এসে অস্ট্রেলিয়া রয়েছে ৮ নম্বরে। তাদের নেট রান-রাট -০.৭৩৪। উল্লেখ্য, ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের খাতাতেও রয়েছে ২ পয়েন্ট করে। তবে অস্ট্রেলিয়া নেট রান-রেটে এদের সবার থেকে পিছিয়ে রয়েছে।শ্রীলঙ্কা চলতি বিশ্বকাপে তাদের প্রথম ৩টি ম্যাচেই পরাজিত হয়।
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পরে এবার অস্ট্রেলিয়ার কাছেও হারের মুখ দেখতে হয় সিংহলিদের। ৩ ম্যাচে তাদের খাতায় রয়েছে শূন্য পয়েন্ট। শ্রীলঙ্কার নেট রান-রেট -১.৫৩২। আপাতত লিগ টেবিলে শ্রীলঙ্কা রয়েছে অস্ট্রেলিয়ার পিছনে নয় নম্বরে।টিম ইন্ডিয়া আগের মতোই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে হারানোর সুবাদে ৩ ম্যাচে ভারতের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। রোহিতদের নেট রান-রেট +১.৮২১।নিউজিল্যান্ডও লিগ টেবিলে তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। তাদের নেট রান-রেট +১.৬০৪।
এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাভুমারা তাদের ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছেন। দক্ষিণ আফ্রিকার নেট রান-রেট +২.৩৬০।নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ভারতের কাছে তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে। আপাতত বাবর আজমদের খাতায় রয়েছে ৩ ম্যাচে ৪ পয়েন্ট। পাকিস্তানের নেট রান-রেট -০.১৩৭। তারা রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। আফগানিস্তানের বিরুদ্ধে হার ইংল্যান্ড শিবিরকে বিচলিত করেছে সন্দেহ নেই। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩ ম্যাচে ১টি জয় পেয়েছে। তাদের খাতায় রয়েছে ২ পয়েন্ট। ব্রিটিশদের নেট রান-রেট -০.০৮৪।
আপাতত বাটলাররা রয়েছেন লিগ টেবিলের পাঁচ নম্বরে।ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া আফগানিস্তান লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। নিজেদের প্রথম ৩টি ম্যাচের মধ্যে ১টি ম্যাচে জিতেছেন রশিদরা। হেরেছেন ২টি ম্যাচে। সুতরাং, তিন ম্যাচে আফগানদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। তাদের নেট রান-রেট -০.৬৫২। বাংলাদেশ তাদের প্রথম ৩ ম্যাচে ১টি জয় পেয়েছে। সেই সুবাদে তারা ২ পয়েন্ট সংগ্রহ করেছে। শাকিবদের নেট রান-রেট -০.৬৯৯।
আপাতত লিগ টেবিলে বাংলাদেশ অবস্থান করছে সাত নম্বরে। নেদারল্যান্ডস চলতি বিশ্বকাপে এখনও তাদের প্রথম জয়ের খোঁজে রয়ছে। তারা নিজেদের প্রথম ২টি ম্যাচেই পরাজিত হয়েছে। স্বাভাবিকভাবেই ডাচদের খাতায় কোনও পয়েন্ট নেই। নেদারল্যান্ডসের নেট রান-রেট -১.৮০০। তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে।
সব মিলিয়ে যে ধরনের ফর্ম ভারতীয় দল দেখিয়েছে তাতে বিশ্বকাপে ভারতীয় দল যে সেমি ফাইনালে পৌঁছে যাবে সহজেই এই নিয়ে কোন সন্দেহ নেই। এখন শুধুমাত্র একটা বিষয় চিন্তার রয়েছে সেটা হল সেমিফাইনাল এবং ফাইনালে ভারতীয় দল কেমন খেলবে কারণ বিগত কয়েক বছর ধরে ভারত শুধু সেমিফাইনালেই পরাজিত হচ্ছে।