শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার এতদিন এটাই ছিল তার পরিচয় তবে সেটা ছিল গত বছর পর্যন্ত কারন এই বছরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে তিনি নিজের একটা পরিচিতি তৈরি করবেন। আর কঠোর পরিশ্রম করে তিনি পরিচিতি তৈরি করছেন নিজের দমে। প্রথমেই মুম্বাইয়ের পরিবর্তে গোয়ার হয়ে রঞ্জী খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, আর সেখানে তিনি যে পারফরম্যান্স করেছেন তা রীতিমত চমকে দেওয়ার মতো।
অর্জুন টেন্ডুলকার গোয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তার পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি করে এক অনবদ্য রেকর্ড করেছেন। তার বাবা বিখ্যাত শচীন টেন্ডুলকার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তিনিও সেঞ্চুরি করেছিলেন। অর্জুন টেন্ডুলকার রাজস্থানের বিরুদ্ধে ১৭৭ বলে এই দুরন্ত সেঞ্চুরি করেছেন যার মধ্যে বারোটি বাউন্ডারি এবং দুটি বড় ছক্কা ছিল। তবে সব থেকে বেশি অবাক করেছে তার দুর্দান্ত বোলিং, কারণ ভারতের মাটিতে এই মুহূর্তে অসংখ্য ব্যাটসম্যান রয়েছে যারা অত্যন্ত ট্যালেন্টেড কিন্তু তাদের থেকে অর্জুন টেন্ডুলকার আলাদা করে দেয় দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে চমকপ্রদ বোলিং আর এই মুহূর্তে তিনি যে নতুন অস্ত্র আবিষ্কার করেছেন সেটি হল ইয়র্কার।
ভারতের বর্তমানে দুর্দান্ত বোলার জাসপ্রিত বুমরা যিনি বিশেষত বিখ্যাত তার ইয়ার্কার বলের জন্য, তবে কঠোর পরিশ্রম করে এবার সেই ইয়র্কার বল খুব ভালোভাবে রপ্ত পড়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, দেখুন সেই ভিডিও কিভাবে তিনি বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ড্রেসিংরুমে ফেরাচ্ছেন :
সচিন টেন্ডুলকার ক্রিকেট ভক্তদের মধ্যে খুবই পছন্দের তার কারণ তিনি কখনো নিজের বাবার জনপ্রিয়তার জন্য কোন দলে জায়গা করেননি, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স দলে তাকে কেনা হলেও এখনো পর্যন্ত তাকে ম্যাচ খেলানো হয়নি কারণ সেই জায়গায় খেলার মত যোগ্যতা এখনো তিনি তৈরি করতে পারেননি অন্তত গত বছর পর্যন্ত, তবে এই বছরের পরিস্থিতি আলাদা।
এই বছরে তিনি এবং বলে যে দুরন্ত পারফরম্যান্স করেছেন তাতে যে কোন আইপিএল দলে সিলেক্ট হওয়ার জন্য তিনি যোগ্য দাবিদার। এখন সময়ই বলে দেবে যে বিখ্যাত সচিন তেন্ডুলকারের ছেলে ভারতীয় দল পর্যন্ত পৌঁছাতে পারে কিনা।