অনবদ্য ব্যাটিং দিয়ে সর্বকালীন রেকর্ড ভেঙে অনবদ্য বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল!

২০২৩ এই বছরটা যেন শুভমান গিলের জন্য সব থেকে বড় আশীর্বাদ হয়ে নেমে এসেছে। কখনোবা সেঞ্চুরি কখনো বা ডবল সেঞ্চুরি একের পর এক ম্যাচে অনবদ্য ইনিংস দিয়ে তিনি একদিকে যেমন প্রমাণ করছেন যে তিনি ভারতের একজন ভবিষ্যৎ এর সুপারস্টার তার পাশাপাশি একের পর এক দুরন্ত মাইলস্টোন তিনি পেরিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি দিয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন শুভমান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ভারত জয় লাভ করেছে এবং আজকে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে যেখানে ভারতের জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেখানে অসাধারন ব্যাটিং করে ভারতীয় দলকে প্রথম ইনিংসেই রীতিমতো জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। মাত্র ৩৫ বলে তিনি 50 রান সম্পন্ন করেন ৭ টি চারের বিনিময়ে। তারপরে তিনি রুদ্রমূর্তি ধারণ করেন এবং সাতটি ছক্কা মারেন অর্ধশত রানের পরে।

তার এই ইনিংস রীতিমতো চোখ ধাঁধানো ছিল যেখানে তিনি একের পর এক অনবদ্য শট খেলেছেন।গিল ও ঈশান কিষাণ এদিন ওপেন করতে নেমেছিলেন। ঈশান কিষাণ শুরুটা এদিন ভাল করতে পারেননি। ব্যক্তিগত ১ রানে ডাগ আউটে ফেরেন ঈশান কিষাণ। তিনি ফেরার পরে রাহুল ত্রিপাঠী ও শুভমন গিল ইনিংস গড়ার কাজ করেন। রাহুল ত্রিপাঠী ২২ বলে ৪৪ রান করে আউট হন। রাহুল ত্রিপাঠীর ইনিংস সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়। এরপর শুধুই শুভমন গিল। কিউয়ি বোলিংকে ধ্বংস করেন তিনি।

সূর্যকুমার যাদব (২৪) বড় রান পাননি। তাতেও ক্ষতি কিছু হয়নি ভারতের। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে গিল ভারতকে পৌঁছে দেন রানের শৃঙ্গে। হার্দিক ব্যক্তিগত ৩০ রানে ফেরেন। গিল ও হার্দিক ১০৩ রান জোড়েন। গিল শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ১২৬ রানে। ১২টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। গিলের বিক্রমে ভারত করল চার উইকেটে ২৩৪ রান।

কোথাও না কোথাও তিনি প্রমাণ করছেন যে তিনি যোগ্যতা রাখেন ভারতীয় দলে খেলার, কারণ সিনিয়র ক্রিকেটাররা ফিরলে টি-টোয়েন্টি থেকে যুবক ক্রিকেটারদের সরিয়ে দেওয়া হয় তবে এরকম পারফরম্যান্স করলে তাকে অথবা ঈশান কিশন দের বাদ দেওয়া কতটা কঠিন হতে পারে এটাই তিনি প্রমাণ করছেন।। তাছাড়া ৫০ ওভারের বিশ্বকাপের দিকে তাকালেও তার এই বড় ইনিংস যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভারতীয় দলে ২০১৯ সালে অভিষেক হয় শুভমনের। ২৩ বছরের এই পঞ্জাবতনয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন। গুজরাতের হয়ে গত বছর আইপিএল জিতেছেন তিনি। আমদাবাদের মাঠেই ফাইনাল জিতেছিলেন শুভমন। সেই মাঠে খেলতে নেমে এ বার শতরান করলেন তিনি।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে নজর কেড়েছিলেন শুভমন। বুধবার ১২৬ রানে অপরাজিত রইলেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই কোনও ভারতীয়ের এক ইনিংসে সর্বোচ্চ রান। ৬৩ বলে ১২৬ রান করেন তিনি। অপরাজিত রইলেন শুভমন। পুরো ২০ ওভার খেললেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ৭টি ছক্কা দিয়ে।