সৌরভের বিখ্যাত ঐতিহাসিক রেকর্ড ভেঙে অনবদ্য বিশ্ব রেকর্ড গড়লেন শুভমান গিল!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজয়ের পর ভারতীয় দল বেশ কিছুটা চাপের মধ্যে ছিল এবং শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দুরন্ত ব্যাটিং ভারতীয় দলকে আরো বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। কিন্তু ভারতীয় দল ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও রোহিত শর্মা তাড়াতাড়ি ফিরে যান তবে ভারতীয় দলের পরিত্রার ভূমিকায় অবতীর্ণ হন শুভমান গিল। সৌরভ গাঙ্গুলীর অনবদ্য রেকর্ডও ভেঙেছেন তিনি।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভালো পিচে অনবদ্য শতরান হাঁকালেন শুভমান গিল। দেশের মাটিতে এটি তাঁর প্রথম টেস্ট শতরান।তিনি রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তৃতীয় দিনের শুরুটা করেছিলেন। আর অনবদ্য রেকর্ড দিয়ে এই ম্যাচকে স্মরনীয় করে রাখলেন শুভমান গিল।দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। তবে তৃতীয় দিন শুভমান হাফসেঞ্চুরি করতে না করতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের উইকেট খুইয়ে বসেন। এরপর শুভমান চেতেশ্বর পূজারাকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে যান। আর সেইসঙ্গে…

টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূরণ করলেন। ইতিপূর্বে তিনি কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটি চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং ফর্ম অব্যাহত। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন শতরান করে সকলের নজর কেড়ে নিলেন। চলতি বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম দুটো ম্যাচে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল। ইন্দোর টেস্টে কেএল রাহুলের পরিবর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা পান। সেই ম্যাচে শুভমান একেবারেই নজর কাড়তে পারেননি। কিন্তু, আইপিএল টুর্নামেন্টে ঘরের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি শতরানের ইনিংস খেললেন। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৪৪ রান। ২১তম ওভারের শেষ বলে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরান ম্যাথু কুহনেম্যান। রোহিত ৫৮ বলে ৩৫ রান করেন। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন চেতেশ্বর পূজারা ও শুভমান গিল।

গিল লাঞ্চের আগেই অর্ধশতরান পূর্ণ করে ফেলেন ৯০ বল খেলে। তাঁর শতরান আসে ১৯৪ বলে। শুভমান কেরিয়ারের ১৫তম টেস্ট ম্যাচটি খেলছেন। গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ১৫২ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। দ্বিতীয় শতরানটি এলো আজ। দেশের মাটিতে প্রথম শতরানটি করলেন তাঁর আইপিএল দল গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ডেই। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে শুভমান আউট হয়েছিলেন ১৪৬ বলে ৯১ রানের ইনিংস খেলে। টেস্টে বিশ্বের ১ নম্বর দলের বিরুদ্ধে দায়িত্বশীল শতরান নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল।

ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে এখনো ১৯১ রানে পিছিয়ে রয়েছে এবং এই টেস্ট ম্যাচে এখনো দুদিনের খেলা বাকি তাই এরকমটা মনে করা হচ্ছে যে ভারত অস্ট্রেলিয়া শেষ ম্যাচটি ড্র হওয়ার দিকে যাচ্ছে সুতরাং এই সিরিজটি 2-1 ব্যবধানে ভারত জিতে যাবে।