আগামিকাল (বুধবার, ১৩ জুলাই) গুরু পূর্ণিমা। প্রতি বছর অত্যন্ত ধুমধামভাবে গুরু পূর্ণিমা পালন করা হয়। এবারও তাতে ব্যতিক্রম হবে না। তারইমধ্যে গুরু পূর্ণিমার দিনটা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেদিন একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। গুরু পূর্ণিমায় কারা লাভবান হবেন, তা দেখে নিন –
মিথুন রাশি- গুরু পূর্ণিমায় সাফল্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে মিলবে অপার সাফল্য। যে কোনও কাজ শুভ ফল লাভ করবেন। কোনও সুখবর পাবেন। অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কোনও বাধা থাকলে তা কেটে যাবে। তার ফলে সঞ্চয় করতে পারবেন। আপনি যে পরিশ্রম করেছেন, তার দাম পাবেন। পারিবারিক সমস্যা কেটে যাবে। পরিবারে শান্তির পরিবেশ ফিরবে।
- মেষ রাশি: কোনও সম্পত্তি থেকে আয়ের উৎস পাবেন।বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।যাত্রায় যেতে পারেন।পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।দাম্পত্য জীবন সুখে কাটবে।আর্থিক পরিস্থিতি মজবুত হবে।এ সময় নতুন কাজ করা শুভ।লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন।
বৃশ্চিক রাশি- এই সময়টা দারুণ কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। যে কোনও কাজে সাফল্য মিলবে। হাতে টাকা আসবে। ধন প্রাপ্তির ফলে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। সমস্যা কেটে যাবে। কথাবার্তা আকর্ষণীয় হবে।
- কুম্ভ রাশি: চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে।কর্মক্ষেত্রে বিস্তার হবে।পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক পরিস্থিতি উন্নত হবে।চাকরি ও ব্যবসার জন্য সময় শুভ।পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় কোনও আশীর্বাদের চেয়ে কম নয়।সমস্ত ক্ষেত্র থেকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি- যে কোনও ধরণের কাজ মিলবে সাফল্য। চাকরিতে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। আপনার কাজের দক্ষতায় সকলে মুগ্ধ হবেন। এই সময় বিনিয়োগের পরিকল্পনা আছে? তাহলে বিনিয়োগ করতে পারেন। কারণ বিনিয়োগের জন্য এটা দারুণ সময়। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। পড়ুয়ারা সাফল্যের শিখরে পৌঁছাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীরা সুখবর পাবেন।
- বৃশ্চিক রাশি: কাজের দায়িত্ব বাড়বে।ব্যবসা বিস্তার হতে পারে।বাবার সঙ্গ লাভ করবেন।অর্থ লাভ হবে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।দাম্পত্য জীবন সুখে কাটবে।শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় শুভ।এ সময় নতুন কাজ শুরু করতে পারেন।নতুন কাজ থেকে লাভ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত কাজে সাফল্য লাভ করবেন।