ICC সুপার লিগে বড়ো লাফ ভারতের!নিউ জিল্যান্ডকে পিছনে ফেলে নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া!

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে সাপলুডোর খেলা চলছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। ভারত ও পাকিস্তান, দুই প্রতিবেশী দেশে ২টি ওয়ান ডে সিরিজের ফলাফলের নিরিখে একে অপরকে টেক্কা দেওয়ার জোরদার লড়াই চলছে।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে জয়ের সুবাদে সুপার লিগ টেবিলের এক নম্বরে ওঠে পাকিস্তান। এদিকে নিজেদের ডেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে ভারত ছিনিয়ে নেয় এক নম্বরের মুকুট।

ঠিক তার পরেই পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারিয়ে নিউজিল্যান্ড উঠে আসে শীর্ষে। ভারতকে পিছিয়ে যেতে হয় দ্বিতীয় স্থানে।এবার ইডেনে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ফের এক নম্বরে উঠে আসে। রোহিতরা সিংহাসন পুনরুদ্ধার করেন নিউজিল্যান্ডের কাছ থেকে।

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-

১. ভারত: ২২ ম্যাচে ১৪৯ পয়েন্ট২. নিউজিল্যান্ড: ২০ ম্যাচে ১৪০ পয়েন্ট৩. পাকিস্তান: ২০ ম্যাচে ১৩০ পয়েন্ট৪. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট৫. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট৬. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট৭. আফগানিস্তান: ১৫ ম্যাচে ১১৫ পয়েন্ট৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট৯. শ্রীলঙ্কা: ২২ ম্যাচে ৭৭ পয়েন্ট১০. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট১১. দক্ষিণ আফ্রিকা: ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট

সুপার লিগ টেবিল কেন গুরুত্বপূর্ণ: আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের প্রথম ৭টি দল সরাসরি ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। যেহেতু আয়োজক হিসেবে টিম ইন্ডিয়াকে যোগ্যতা অর্জন করতে হবে না, তাই প্রথম ৭টি দলের মধ্যে ভারত রয়েছে বলেই ৮ নম্বর দল সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পাবে। অর্থাৎ, ভারত-সহ সুপার লিগ টেবিলের প্রথম ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে।

বাকি দলগুলিকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মাঠে নামতে হবে দাবিদার সহযোগী দেশগুলির বিরুদ্ধে।উল্লেখযোগ্য বিষয় হল, লড়াই এখনও জারি থাকলেও লিগ টেবিলের প্রথম সাতটি দল ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি ১টি জায়গার জন্য জোর টক্কর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।