ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই বছরের বর্ডার গাভাস্কার ট্রফি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য। ভারতীয় দল আশা করেছিল অস্ট্রেলিয়াকে এই সিরিজে পরাজিত করে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছে যাবে, আর তার জন্য শেষ ম্যাচে জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু শেষ ম্যাচটি আপাতত ড্র হওয়ার দিকে যাচ্ছে, তবে আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত।
অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হারের পর ভারতকে তাকিয়ে থাকতে হত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দিকে। সোমবার সকালে খানিকটা চাপে পড়ে গেলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় কিউয়ি শিবির। ফলে আহমেদাবাদ টেস্ট না জিতলেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল খেলতে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে টানা দু’বার ফাইনালে পৌঁছল ভারত। প্রথমবার অবশ্য নিউজিল্যান্ডের কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল বিরাট ব্রিগেডকে।
দ্বিতীয়বার ফের ট্রফি জয়ের হাতছানি রোহিতদের সামনে। আগামী জুন মাসের ৭ তারিখ থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে অন্তত দুই ম্যাচের ব্যবধানে জিততে হত ভারতকে। তাহলে আর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে থাকতে হত না রোহিতদের। কিন্তু প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ধাক্কা খায় ভারত।
অজি স্পিনারের দাপটে হারতে হয় ইন্দোর টেস্ট। চতুর্থ টেস্টেও ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ দিনে লাঞ্চের সময় অজিদের দ্বিতীয় ইনিংসের স্কোর এক উইকেটে ৭৩।
সুতরাং ভারত এবং অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি ড্র হলেও ভারতের অসুবিধা কোন কারণ নেই যে রীতিমতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ভারত।।