ভারত-বাংলাদেশ সিরিজ: দুই মাসের ফেস সিরিজের পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত বাংলাদেশ

৯.৪ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হাসান মাহমুদ। ৯ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোমিনুল হক। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৬ রান। তারা ১১ ওভার ব্যাট করে। অর্থাৎ, এখনও ভারতের থেকে ২৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ৪০ বলে ৭ রান করে চতুর্থ দিনে অপরাজিত থাকেন শাদমান। রবিচন্দ্রন অশ্বিন ১৪ রানে ২টি উইকেট নিয়েছেন। ছবি- এপি।

৭.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জাকির হাসান। ১৫ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দলগত ১৮ রানে ১ উইকেট হারায়। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন হাসান মাহমুদ। ৮.৫ ওভারে আকাশ দীপের বলে স্লিপে শাদমানের ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল।

প্রথম ইনিংসের নিরিখে ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ। জাকির হাসানের সঙ্গে ওপেন করতে নামেন শাদমান ইসলাম। ভারতের হয়ে নতুন বলে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। ২ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে বিনা উইকেটে ২ রান।

ভারতে বাজবল? নির্দিষ্ট করে বলতে হলে, কানপুরের গ্রিনপার্কে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতের ব্যাটিংয়ের সঙ্গে বাজবলের তুলনা টানলেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগ্রাসী ক্রিকেট খেলেন ভারতীয় ব্যাটাররা। দ্রুত রান তোলেন। বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হওয়ার পর শুরুতেই ম্যাচের টোন সেট করে দেন রোহিত শর্মা এবং যশস্বী জয়েসওয়াল। এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ভন লেখেন, ‘আমি দেখছি ভারত বাজবল খেলছে।’

‘আমি দেখছি ভারত বাজবল খেলছে।’ ভারতের এই ঝড়ো ব্যাটিংকে তাঁদের আক্রমনাত্মক স্টাইলের সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককালাম লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর ‘বাজবল’ জনপ্রিয় হয়।

সাধারণত ইংল্যান্ড ছাড়া কেউ টেস্টে এতটা আক্রমনাত্মক ক্রিকেট খেলে না। রোহিত, রাহুলদের ব্যাটিংকে নিজেদের স্টাইলের সঙ্গে তুলনা করলেন মাইকেল ভন।