স্বার্থপরের মতো ডবল সেঞ্চুরি করতে গিয়ে লজ্জা জনক কাজ করলেন বিরাট কোহলি,দেখুন ভিডিও!

বিগত একটা নম্বর সময় ধরে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা বিরাট কোহলি। কিন্তু বিগত কয়েক বছর ধরে রীতিমত বেশ কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে তাকে, কোনমতে তিনি রান পাচ্ছিলেন না, ওয়ানডে এবং টি টোয়েন্টিতে বেশ কিছুটা সফলতা এলেও প্রায় সাড়ে তিন বছর ধরে টেস্ট ক্রিকেটে কোন সেঞ্চুরি আসেনি বিরাট কোহলির এবং অবশেষে আমেদাবাদের চতুর্থ দিনে বিরাট কোহলির সেঞ্চুরি সম্পন্ন হয়।

প্রথমেই জানিয়ে রাখবো যে ভারত এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচে টসে জয় লাভ করে অস্ট্রেলিয়ার দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮০ রানের একটা বড় লক্ষ্যমাত্রা সম্পন্ন করে, এর জবাবে ব্যাক করতে নেমে ভারতীয় দলের তরফ থেকে দুরন্ত একটা সেঞ্চুরি করেন শুভমান গিল এবং রীতিমতো ডবল সেঞ্চুরির কাছে এসে থমকে যান বিরাট কোহলি। আর সেই ডবল সেঞ্চুরি করতে গিয়েই একটা বিতর্কিত কান্ড ঘটেছে।

বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন 186 রানে তখন এরকমটা মনে করা হয়েছিল যে তিনি ডাবল সেঞ্চুরি সম্পন্ন করবেন কিন্তু একটা বড় শট খেলতে গিয়ে তিনি তার উইকেট দিয়ে বসেন। কিন্তু তার আগে যখন তিনি উমেশ যাদবের সাথে ব্যাট করছিলেন তখন উমেশ যাদবের উইকেট যায় রীতিমতো তার ডবল সেঞ্চুরি করার লক্ষ্যে যাওয়ার জন্য, রান আউট হয় উমেশ। বেশ কিছু দর্শক দাবি করেছেন যে স্বার্থপরের মত ডবল সেঞ্চুরি করতে গিয়ে উমেশ যাদবের উইকেট দান করেছেন বিরাট কোহলি। দেখুন ভিডিও:

ভারত ৫৭১ রানের একটা বড় ইনিংস খেলেছে তাদের প্রথম ইনিংসে যার জন্য বেশ কিছুটা এগিয়ে গেছে অস্ট্রেলিয়া থেকে।। অস্ট্রেলিয়ার তোর এখনো ভারতের থেকে ৯০ রানে পিছিয়ে রয়েছে যেখানে তারা পঞ্চম দিনের ব্যাট নামবে ভারতের এইরান পরিশোধ করে নতুন করে লিড দেওয়ার জন্য, তবে এরকমটা মনে করা হচ্ছে যে এই ম্যাচটি রীতিমতো ড্র হওয়ার দিকে এগোচ্ছে।

এই ম্যাচ যদি ড্র হয় সেই ক্ষেত্রে ভারতীয় দল দুই এক ব্যবধানে এই সিরিজে জয়লাভ করবে যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের পৌঁছানোর রাস্তা আরো পরিষ্কার হয়ে যাবে।।