বিশ্বকাপ জিতে আর্জেন্তিনা ও হেরে ফ্রান্স যত টাকা পুরস্কার পেলেন, লজ্জা পাবে IPL,অলিম্পিকও

কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের ক্লাইম্যাক্স একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছিল। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, পরাজিত হতে হয়েছে ফ্রান্সকে। ১৮ ডিসেম্বর রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এবং আর্জেন্তিনার মধ্যে মহারণ। যা চিরকালের মতো মনে রাখবে আর্জেন্টিনা ও মেসির ভক্তরা। ফুটবল সমর্থকেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এবং লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করেন, আর সেরকমটাই হয়, তবে কত পুরস্কার পেল এই দুই দল।

আর্জেন্তিনা ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর ফ্রান্স ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্ব জয়ের স্বাদ পায়।রিপোর্ট অনুযায়ী, ২০২২ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়নরা অর্থাৎ মেসির আর্জেন্টিনা ৪২ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার কোটির কাছাকাছি পুরস্কারমূল্য পাবে এবং রানার্সরা অর্থাৎ ফ্রান্স পাবে ৩০ মিলিয়ন ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় ওই ২৪৫ কোটির কাছাকাছি।অর্থাৎ ফাইনালিস্টরা মোটামুটি মোট ৭২ মিলিয়নের কাছাকাছি পুরস্কারমূল্য পাবে।

আর তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া দল ২৭ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকা) এবং চতুর্থ স্থানে থাকা দলটি ২৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০৪ কোটি টাকা) পাবে।ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তারা প্রত্যেকে ১৭ মিলিয়ন ডলার করে আয় করবে। প্রি-কোয়ার্টার ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইৎজারল্যান্ড, দক্ষিণ কোরিয়াকে ১৩ মিলিয়ন ডলার করে পাবে।

এ ছাড়াও যে সমস্ত দল গ্রুপ পর্বে খেলেছে, সেই দলগুলো, যেমন- কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা, উরুগুয়ে প্রত্যেককে ৯ মিলিয়ন ডলার করে পুরস্কৃত করা হবে। এদিকে, ফাইনালের আগে, আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসি ঘোষণা করেছেন যে, তিনি বিশ্বকাপের পর দেশের জার্সি তুলে রাখবেন। অবসর নেবেন জাতীয় দল থেকে।

যে কারণে আলো ঝলমলে ক্যারিয়ারে বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপটা এ বার মিটিয়ে নিতে চান মেসি।প্রসঙ্গত, শনিবার ১৭ ডিসেম্বর, তৃতীয় স্থানের প্লে-অফ খেলা হয় ক্রোয়েশিয়া এবং মরক্কোর মধ্যে। গ্র্যান্ড টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় স্থান অর্জনকারী প্রথম আফ্রিকান দেশ হওয়ার লক্ষ্যে খেলতে নেমেছিল মরক্কো। তবে তারা পরাজিত হয়েছে।