বিশ্ব ক্রিকেটের সব থেকে বিতর্কিত ক্রিকেটারদের নাম যদি করা হয় তাহলে সেই লিস্টে অবশ্যই জায়গা করে নেবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। কখনো আম্পিয়ার এর সাথে ঝামেলা কখনো বা সতীর্থদের সাথে মারপিট সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ারে রয়েছে অনেক বিতর্ক আবার সেই বিতর্কে নতুন যোগদান হল ফ্যানদের সাথে বেধড়ক মারপিট তাও আবার ভিড়ের মধ্যেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ যেখানে শাকিবের নেতৃত্বে প্রথম ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। সাধারণভাবে আমরা দেখে থাকি যে ক্রিকেটারদের বেশ কিছুটা সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় তবে সেই ক্ষেত্রে ক্রিকেট ভক্তরা অবশ্যই ক্রিকেটারদের ঘিরে ধরে কিন্তু সেই ভাবে ক্রিকেটারদের কখনো তাদের ফ্যানদের সাথে মারপিঠে জড়াতে দেখা যায় না কিন্তু এবারে এই ধরনের কাজই করলেন শাকিব আল হাসান।
জানিয়ে রাখবো যে চট্টগ্রামে অসংখ্য ক্রিকেট ভক্তদের মধ্যে দিয়ে যখন সাকিব আল হাসান যাচ্ছিলেন সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটে যেখানে ভিডিওতে স্পষ্ট দেখা যায় রীতিমত তার ভক্তদের মারধর করার চেষ্টা করছেন বাংলাদেশের বিতর্কিত ক্রিকেটার সাকিব আল হাসান, দেখে নিন সেই ভিডিও:
সব মিলিয়ে বিতর্কিত সাকিব আল হাসানের ক্যারিয়ারে আরো একটি বিতর্ক যুক্ত হল এরকমটা বলাই যায় এর আগে আম্পায়ারের সাথে একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন এমনকি উইকেট তুলে ছুঁড়ে ফেলেও দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড করেছেন তিনি।
পাশাপাশি জানিয়ে রাখবো যে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে নেমেছে যেখানে একটা বড় স্কোর অস্ট্রেলিয়া তরফ থেকে প্রথম ইনিংসে করা হয়েছে যার জবাবে ভারত ভালো ব্যাটিং করেছে এবং ভারতের তরফ থেকে শুভমান দুরন্ত একটি সেঞ্চুরি করেছে। তবে এই ম্যাচ রীতিমতো ড্র হওয়ার দিকে এগোচ্ছে।