অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়লাভ করে যথেষ্ট কনফিডেন্স এর সাথে ওয়ানডে সিরিজে নেমেছিল ভারতীয় দল। তবে রীতিমতো ব্যাটিং পিচের উপরে টসে জিতেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া যা রীতিমতো অবাক করেছিল অনেককেই কিন্তু তিনি যে একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে বল করে, সেটা প্রমাণ করে দিলেন ভারতের অভিজ্ঞ পেস বোলার মোহাম্মদ শামি।
ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে প্রথম থেকেই সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাভুসেন খুব বেশিক্ষণ কেউই মাঠের মধ্যে থাকতে পারেননি ভারতীয় বোলারদের দাপটের জন্য, সিরাজ এবং যাদের বোলিং দাপটে ১৪৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস তৈরি করতে থাকে যশ ইংলিশ এবং ক্যামেরণ গ্রিন। আর সেই সময় আবির্ভাব হয় মোঃ সামির।
মোহাম্মদ সামি তার প্রথম স্পেলে তিন ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছিলেন। তখনো পর্যন্ত তিনি কোন উইকেট পাননি তবে দ্বিতীয়বার স্পেলে বল করতে এসে অস্ট্রেলিয়ার আজকের গুরুত্বপূর্ণ একটি উইকেট যিনি একটা ভালো পার্টনারশিপ তৈরি করছিলেন সেই জস ইংলিশকে আউট করে দেন, একটা ভালো পার্টনারশিপ ভেঙে যায় এবং ২৭ বলে ২৬ রান করে আউট হয় জস ইংলিশ। এরপর তার সাথে ভালো পার্টনারশিপ করতে থাকা ক্যামেরন গ্রীন কেউ প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন মোহাম্মদ সামি।
ভারতীয় দলের জন্য সমস্যা তৈরি করতে পারে এরকম আরো একটি ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিজ যাকে আজকে বেশ কিছুটা নিচের দিকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল, ব্যক্তিগত পাঁচ রানের মাথায় তাকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মোহাম্মদ সামি। আজকের ম্যাচে স্বামীর ছবার বোলিং করেছেন মাত্র ১৭ রান দিয়ে তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। এই তিনজনের মধ্যে একজন ক্রিকেটারও যদি মাঠে থাকত অস্ট্রেলিয়া রান ১৮৮ এর পরিবর্তে ২৮৮ হতে পারত এরকমই খতরনাক ব্যাটসম্যান ছিলেন এই তিনজন।
জয়ের জন্য আজকের ম্যাচে ভারতীয় দলের টার্গেট ১৮৯, জানিয়ে রাখবো যে রোহিত শর্মা আজকের ম্যাচে ছুটি নিয়েছেন এবং তার পরিবর্তে ওপেনিং করছেন দুর্দান্ত অ্যাটাকিং যুব ক্রিকেটার ঈশান কৃষান। মিডিল অডারের দায়িত্ব সূর্য কুমার যাদব, কে এল রাহুলদের উপর।