মারকুটে ওপেনার ও দুরন্ত গতির বোলারকে দলে নিয়ে অজিদের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা!

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার। প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। রোহিত শর্মা পারিবারিক কারণে কালকের ম্যাচে খেলছেন না। চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। এই অবস্থায় ভারতের কম্বিনেশন নিয়ে চর্চা চলছে। দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের দল :

রোহিত শর্মার অনুপস্থিতিতে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামবেন ঈশান কিষাণ। তিনে বিরাট কোহলি। চার নম্বর জায়গাটিতে দলকে ভরসা দিচ্ছিলেন শ্রেয়স আইয়ার। এবার শ্রেয়সের বিকল্প কে হবেন সেটা দেখার। ৪৬-এর উপর গড় ও সাড়ে ৯৬ স্ট্রাইক রেট রয়েছে শ্রেয়সের। হার্দিক পাণ্ডিয়া বলেন, এখনও বোঝা যাচ্ছে না শ্রেয়সের মাঠে ফিরতে কতদিন লাগবে। তাড়াতাড়ি যাতে ফিরতে পারেন সেটাই আমরা চাই। শ্রেয়সের না থাকা একটা প্রভাব ফেলবে সেটা স্বীকার করে নেন হার্দিক।

হার্দিকের কথায়, আমরা নিশ্চিতভাবেই শ্রেয়সকে মিস করব। কিন্তু তিনি যদি বেশ কিছুটা সময়ের জন্য বাইরে থাকেন তাহলে আমাদের সেই সমস্যার সমাধান খুঁজতেও হবে। জসপ্রীত বুমরাহও অনেক দিন খেলতে পারছেন না। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও বোলিং বিভাগ ভালো খেলছে। যত বেশি খেলছেন তাতে সকলের অভিজ্ঞতাও বাড়ছে। জসপ্রীতের না থাকায় বিশাল ফারাক হবে বলে প্রথমে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁর পরিবর্তে যাঁরা খেলছেন তাঁদের নিয়ে আমি আত্মবিশ্বাসী।

ওয়াংখেড়েতে সাত বছর খেলার অভিজ্ঞতা থেকে হার্দিকের ধারণা উইকেট থেকে দুই দলই সমানভাবে সুযোগ আদায় করে নিতে পারবে। চরিত্রগত বদল এবারের ওডিআই উইকেটে হবে না। ২০২০ সালে এই মাঠে ভারত ২৫৫ রান করার পর অস্ট্রেলিয়া ৭৪ বল বাকি থাকতে ১০ উইকেটে জিতেছিল। ফলে বোঝাই যাচ্ছে, পাটা উইকেটে ব্যাট করা সহজ। নৈশালোকে ব্যাটিং আরও সহজ হয়ে যায়।

  • ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব বা রজত পাটীদার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি বা উমরান মালিক।

মনে করা হচ্ছে, সূর্যকুমার যাদবই ভারতীয় ব্যাটিং লাইন আপে চার নম্বরে খেলতে নামবেন। তাঁকেই শ্রেয়সের বিকল্প হিসেবে ভাবছে ভারত। রজত পাটীদারকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাঁচে খেলবেন উইকেটকিপার লোকেশ রাহুল। ছয়ে হার্দিক পাণ্ডিয়া। সাতে রবীন্দ্র জাদেজা। আটে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজন খেলতে পারেন। অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের থাকার সম্ভাবনা বেশি। এই ম্যাচেও কুল-চা জুটিতে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।