দুরন্ত ইনিংসে সচিনের সবথেকে বড় রেকর্ড ভেঙে অনবদ্য বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি !

বাংলাদেশের বিরুদ্ধে আজকে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে ভারতীয় দলের জয় লাভ খুব একটা অবাক করা বিষয় নয় কিন্তু আজকের ম্যাচটি বিশেষ করে স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলির অনবদ্য ইনিংসের জন্য। আজকের ম্যাচটি রোহিত দুর্দান্ত ব্যাটিং দিয়ে শুরু করলেও ম্যাচ শেষ করলেন বিরাট কোহলি শচীনের বিশাল রেকর্ড ভেঙে। ওয়ানডে ক্রিকেটের ৪৮ তম সেঞ্চুরি করলেন পাশাপাশি শচীনের একটি বিশাল বড় রেকর্ড তিনি ভাঙলেন।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ দল যাতে ভারতীয় দলকে কিছুটা রানের নিচে থাকার চাপ দেওয়া যায়। কিন্তু প্রথম থেকেই ভারতীয় দল যে ধরনের শুরু করেছিল তাতে কোন অংশে এটি ইন্ডিয়াকে চাপে ফেলা রীতিমতো অসম্ভব ছিল যার প্রধান কারণ ছিলেন রোহিত শর্মা এবং তার পরে বাংলাদেশের জন্য সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ান বিরাট কোহলি আজকের ম্যাচে অনবদ্য ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬০০০ রান সম্পন্ন করেছেন এবং সেটিও সব থেকে দ্রুততম যেখানে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ৬০০ ম্যাচ সেখানে মাত্র ৫৬৭ ম্যাচ খেলে ২৬ হাজার রান সম্পন্ন করলেন। শুধু তাই নয় আরো একটি নজির গড়েছেন তিনি।

বাংলাদেশের বোলিং লাইনআপ করে রীতিমতো ধ্বংস করে শেষ পর্যন্ত যে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি তাতে তিনি ওয়ানডে ক্রিকেটের ৪৮তম সেঞ্চুরি করে ফেলেন এবং মোট ৭৩টি সেঞ্চুরি করলেন কিং কোহলি। শুধু তাই নয় এর পাশাপাশি, এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন রোহিত শর্মা যদিও এই লিস্টে পিছনের দিকে ছিলেন কোহলি কিন্তু আজকে তিনি অনেক ক্রিকেটার কে পেরিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন। ২৫৭ রানে পৌঁছেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন ২৬৫ রানে।

পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলি জীবনের প্রথমবার চেজ করতে নেমে সেঞ্চুরি করলেন। এর আগে চেজ করতে গিয়ে বিরাট কোহলির অনেক সেঞ্চুরি আছে কিন্তু বিশ্বকাপে এটাই প্রথম। অর্থাৎ বিশ্বকাপের ময়দানে রানতারা করতে নেমে প্রথম সেঞ্চুরি করে বিরাট কোহলি নিজের ফর্মের একটা ধারণা দিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটের কাছে।

সবমিলিয়ে ভারতীয় দল আজকে যে ধরনের পারফরম্যান্স দেখিয়েছে তাদের বিশ্ব ক্রিকেটের সামনে আরো একবার নিজেদের দাপট বজায় রাখল টিম ইন্ডিয়া তার পাশাপাশি নাগিন ডান্স এর জন্য বিখ্যাত বাংলাদেশী ক্রিকেট ভক্তদের মুখে রীতিমতো ঝামা ঘষে দিল ভারতীয় দল। প্রথমে অস্ট্রেলিয়া তারপর আফগানিস্তান এবং পাকিস্তান আর এবারে বাংলাদেশ। ভারতীয় দলের বিরুদ্ধে জেতা যেন রীতিমতো অসম্ভব বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে।

সব মিলিয়ে যে ধরনের পারফরমেন্স আজকে ভারতীয় দল দেখিয়েছে তাতে বিশ্বকাপে ভারতীয় দলকে জয়ের জন্য তীব্র দাবিদার হিসেবে ধরা যেতেই পারে।