নতুন বিশ্ব রেকর্ড গড়লেন নাহিদা, তিনি এখন বাংলাদেশ মহিলা দলের বড়ো ক্রিকেটার!

প্রথমে খেলতে নেমে তানজিদ ও সৌম্য সরকারের সুবাদে স্থির সূচনা করে বাংলাদেশ। কিন্তু জাকির হাসানের ৪ উইকেট ও তৌহিদের ৭ উইকেটের পতনে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৭২ রানে ৪ উইকেট। মিডল অর্ডার ব্যাটসম্যান ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১১৯ বলে ৬৬ রান এবং মাহমুদউল্লাহ ৯৮ বলে ৯৮ রান করে বংলাদেশের স্কোরকে ২৪৪-এ নিয়ে যান। আফগানিস্তানের হয়ে আহমাতুল্লাহ ৩৭ রানে ৪ উইকেট নেন। জবাবে আফগানিস্তানের শুরুটা ছিল শক্তিশালী। ওপেনার গুরবাজ ১২০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন।

হাফ সেঞ্চুরি করা উমরজাইয়ের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। এক প্রান্তে উইকেট পড়তে থাকে কিন্তু উমরজাই অটল থাকেন। শেষ পর্যন্ত আফগানিস্তান দল ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রানে তোলে। সিরিজটি ২-১ জিতে নেয় আফগানিস্তান।

এই সময়ে রহমানউল্লাহ গুরবাজ সচিন তেন্ডুলকরের রেকর্ডের সমান করে ফেললেন। এই রেকর্ডের বিচা বাবর আজমকে আগেই টপকে ছিলেন। এত দিন বিরাটের সঙ্গে তালিকায় ছিলেন, এবার কোহলিকে পিছনে ফেলে সচিন পাশে জায়গা করলেন আফগান তারকা।

হেনরি নিকোলস, উইল ইয়ং, টিম রবিনসন, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জোশ ক্লার্কসন, জ্যাকারি ফোকস, ডিন ফক্সক্রফট, গ্লেন ফিলিপস, জেকব ডাফি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, মিচেল হে ও ন্যাথন স্মিথ।

শারজাহ মাঠে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। সোমবার বাংলাদেশের একদিনের সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আফগানিস্তান। এই ম্যাচে সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ধারক ম্যাচে, আফগানিস্তান দল যখন ২৪৫ রানের লক্ষ্য তাড়া করছিল, তখন গুরবাজ ১২০ বলে ৫টি চার এবং সাতটি ছক্কার সাহায্যে ১০১ রান করেন।

এটি তার ওয়ানডে কেরিয়ারে গুরবাজের আট নম্বর সেঞ্চুরি। এদিন গুরবাজ নিজের ৪৬ তম ম্যাচটি খেলছিলেন। আফগানিস্তানের হয়ে তিনিই সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। চলুন একবার পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক-

ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি৮ সেঞ্চুরি: রহমানউল্লাহ গুরবাজ (৪৬ ইনিংস)৬টি সেঞ্চুরি: মহম্মদ শাহজাদ (৮৪ ইনিংস)৫ সেঞ্চুরি: ইব্রাহিম জাদরান (৩৩ ইনিংস)৫ সেঞ্চুরি: রহমত শাহ (১১২ ইনিংস)২ সেঞ্চুরি: করিম সাদ্দিক (২২ ইনিংস)২ সেঞ্চুরি: নভরোজ মঙ্গল (৪৮ ইনিংস)২ সেঞ্চুরি: মহম্মদ নবি (১৪৬ ইনিংস)