স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠা এক দম্পতি নিয়ে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা দেবর-ভাবি বলে নিজেদের আসল পরিচয় দেন। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দোয়ারাবাজার উৎস হোটেলের ২য় তলার ৪নং কক্ষটি ভাড়া নেন তারা। কিছুক্ষণ পরেই তাদের আচার আচরণে সন্দেহজনক হলে বিষয়টি হোটেলের অন্যান্য কর্মচারীসহ স্থানীয় লোকজন পুলিশকে জানায়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশের দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম দেবর-ভাবিকে আটকের খবর নিশ্চিত করে বলেন, আটককৃতদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
error: Content is protected