ইংল্যান্ডে দুরন্ত ফর্ম অব্যাহত ভারতের ১৪ বছরের ‘ওয়ান্ডার বয়’ বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ড সফরে টানা তৃতীয়বার ঝড়ো ইনিংস খেললেন তিনি। তবে প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরি অধরা থাকলেও এবার তা পূরণ করলেন। আর এমন এক রেকর্ড গডলেন যা ১৪ বছর বয়সে কোনও ভারতীয় ব্যাটার ইংল্যান্ডের মাটিতে গিয়ে করতে পারেনি।
ভারতের এই খেলোয়াড় ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে মাত্র ৩১ বলে ৮৬ রান ঝোড়ো ইনিংস খেলেন।তিনি তাঁর এই ইনিংসে ৯টি ছয় হাঁকান। চার মারেন ৬টি। তাঁর এই মারকাটারি ব্যাটিং দেখে ইংলিশ বোলারদের রীতিমত আতঙ্কে ভুগছিলেন। ইংল্যান্ডের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করেন তিনি। তবে দুর্ভাগ্যবশত তিনি শতরান করতে পারেননি। এই সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ভৈভব যথাক্রমে ৪৮ ও ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।বৈভব সূর্যবংশী বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয় এবং তাই দুই ইনিংসেই ওভার কমিয়ে ৪০ করে দেওয়া হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৮ রান করে। দলের হয়ে অধিনায়ক থমাস রো সর্বোচ্চ ৭৬ রান করেন।
২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল ভালো শুরু করে। ওপেনার ও অধিনায়ক অভিজ্ঞান কুন্ডু (১২ রান) যদিও দ্রুত আউট হয়ে যান, তবে বৈভব সূর্যবংশী ফের একবার দুর্দান্ত ইনিংস খেলেন। অধিনায়কের আউটের পর তিনি বিহান মালহোত্রার সঙ্গে চমৎকার একটি পার্টনারশিপ গড়ে তোলেন।
এই জুটি ভেঙে যায় ভৈভবের আউটের পর। বৈভব সূর্যবংশী ৩১ বলে ৯টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৮৬ রান করে আউট হন। শেষে ৪ উইকেটে সহজে ম্যাচ জিতে নেয় ভারত।
সব মিলিয়ে টিম ইন্ডিয়া বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে।