অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। যে কোনও বোলার তাঁকে আউট করছিলেন এই ধরনের বল করে। রঞ্জি খেলতে নামা কোহলিকে আউট করার জন্য সেই ধরনের বল করার পরামর্শই পেয়েছিলেন রেলওয়েজ়ের বোলার হিমাংশু সাঙ্গওয়ান।যা দিয়েছিলেন এক বাসচালক।
রঞ্জিতে কোহলি মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান। হিমাংশুর বলে অফ স্টাম্প ছিটকে যায় তাঁর। তার পর থেকেই চর্চায় রেলওয়েজ়ের পেসার। তিনিই জানালেন কোহলিকে বল করতে আসার আগে এক বাসচালকের থেকে পাওয়া পরামর্শের কথা।
হিমাংশু বলেন, “আমি রেলওয়েজ়ের প্রধান পেসার। দলের সকলে বলছিল আমিই কোহলির উইকেট নেব। আমরা যে বাসে করে হোটেল থেকে মাঠে আসছিলাম, সেই বাসচালক আমাকে বলেছিলেন, কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছিলাম। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম। তাতেই উইকেট পাই।”
কোহলিকে আউট করার পর থেকেই চর্চা শুরু হয়ে যায় হিমাংশুকে নিয়ে।আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিরাট আমাকে যে বলটাতে চার মেরেছিল, ওটাই আমাকে তাতিয়ে দেয়। পরের বলটা আমি ব্যাকস্পিন করেছিলেন। মহম্মদ শামিকে আমি ওই রকম বল করতে দেখেছি। সেটাই করার চেষ্টা করেছিলাম। দেখবেন বলটা মাটিতে পড়ার পর সোজা যাচ্ছিল।
ব্যাটের কাছে গিয়ে ভিতর দিকে ঢোকে, যে কারণে ব্যাট আর পায়ের মাঝখান দিয়ে গিয়ে উইকেট ভেঙে দেয়।”হিমাংশু জানিয়েছেন যে, তাঁরা শুরুতে জানতেন না যে ম্যাচটা লাইভ দেখানো হবে। রেলওয়েজ়ের পেসার বলেন, “ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি এবং ঋষভ পন্থ খেলবে দিল্লির হয়ে।
সেই সময় এটা জানতাম না যে, খেলাটা সরাসরি দেখানো হবে। পরে জানতে পারি পন্থ খেলবে না, তবে কোহলি খেলবে আর ম্যাচটা সরাসরি দেখানো হবে।”সব মিলিয়ে বিরাট কোহলি কে আউট করার পর থেকে রীতিমত শিরোনামে উঠে এসেছেন এই বোলার।