ব্রেকিং নিউজ: অস্ট্রেলিয়া আসছে ভারতে,ব্লকবাস্টার ODI সিরিজের সূচি ঘোষণা করলো BCCI

একটা লম্বা সময় তোরে ভারতীয় দল কোন আইসিসি টুর্নামেন্টে জয়লাভ করতে পারেনি, আর এবার সব থেকে বড় সুযোগ রয়েছে তাও আবার ঘরের মাঠে। সামনেই রয়েছে 50 ওভারের বিশ্বকাপ যাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ খুব ধীরে ধীরে উঠতে শুরু করেছে এবং সমস্ত দলগুলি নিজেদের প্রস্তুতি আরো ভালো করতে চাইছে যাতে বিশ্বকাপে তারা ভালো পারফরমেন্স করতে পারে। আর এটা কারো বুঝতে বাকি নেই খুব সম্ভবত সেই কারণেই বিশ্বকাপের আগে ভারতে সিরিজ খেলতে আসছে টিম অস্ট্রেলিয়া। বিশেষত এই ওয়ানডে সিরিজটির মধ্যে আবার টি-টোয়েন্টি ম্যাচও থাকছে তার পুরো সূচি প্রকাশ করেছে বিসিসিআই।

BCCI এর তরফ থেকে জানানো হয়েছে যে, বিশ্বকাপের আগে ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ হবে যেখানে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে তিনটি ODI ম্যাচ খেলবে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এক্ষেত্রে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত টি-টোয়েন্টি ম্যাচ গুলি হবে বিশেষত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে সেগুলো বিশ্বকাপের পরে হবে, তার পুরো লিস্ট রইল নীচে:

  • 1st ODI – 23rd September.
  • 2nd ODI – 24th September.
  • 3rd ODI – 27th September.
  • 1st T20i – 23rd November.
  • 2nd T20i – 26th November.
  • 3rd T20i – 28th November.
  • 4th T20i – 1st December.
  • 5th T20i – 3rd December.

এই সিরিজের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া যেমন ভারতীয় কন্ডিশনে প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে যা বিশ্বকাপে তাদেরকে সাহায্য করবে তার পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতীয় দল যদি প্র্যাকটিস করে অর্থাৎ ম্যাচগুলি খেলে সেক্ষেত্রে বিশ্বকাপের আগে ভারতের একটা খুবই ভালো প্র্যাকটিস হয়ে যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে জিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টির জন্য ড্র হয়ে যায় যার ফলে ভারত এই সিরিজে জয়লাভ করে, তবে আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ এখানে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ।

সবমিলিয়ে ভারতীয় দলের জন্য এই বছরটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইসিসি টুর্নামেন্ট জেতার ভারতীয় দলের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ নিজেদের ঘরের মাঠে।