February 2021
আপনার এই মাস:
মাসের প্রথম দিকে শরীরের দিক দিয়ে একটু অলস ভাব থাকতে পারে। ব্যবসার দিকে শুভ ফলাফলের আশা করায়ায়। যোগাযোগ ব্যবস্থা খুব ভাল হবে। এই সমায় শত্রুর কারনে ক্ষোভ বাড়তে পারে। ব্যবসার স্থানে কোনও মহিল জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনওকাজ শুরু হতে পারে। স্ত্রী ব্যপারে একটু চাপ বৃদ্ধি –এ মাসে কর্ম স্থানে কোনও বাধার যোগ আছে। ব্যবসার জন্য কর্ম চারি ব্যবস্থা অপরের উপকার করে সামাজে সুনাম বাড়তে পারে । বন্ধুদের সঙ্গে…..
বন্ধুদের সঙ্গে কোনও আনন্দর ব্যবস্থা – এই সমায় কোনও অপর ব্যক্তির কাছ থেকে অত্যাচারিত হতে পারেন। কর্ম স্থানে বদলির সম্ভবনা ।সংসারের ব্যয় বাড়তে পারে। সন্তানের ব্যপারে কোনও বাড়তি খরচ। শেষের দিকে শরীরের ব্যপারে কোনও চাপ বৃদ্ধি। শেষের দিকে দরকারি কাজ গুল করেফেলুন। কর্ম স্থানে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। শত্রুর জন্য কোনও ভয় ভাব বাড়তে পারে।