চোখে দেখতে পান না,তাও প্রতিভা লুকানো যায় নি, ভাইরাল অন্ধ মহিলার গান

সা’ম্প্রতিককালে সো’শ্যাল মি’ডিয়া এমন একটি প্লা’টফর্ম যেখানে কোন কিছু ভাইরাল হতে খুবই কম সময় লাগে।কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁ’ছে যায় এই মি’ডিয়ার দ’রুন।একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা গিয়েছে এক অ’ন্ধ মহিলার গান গাইছে তার অ’সাধারণ ক’ন্ঠের মাধ্যমে।

তিনি চোখে দেখতে পান না কিন্তু তার কান সমস্ত কথা বলে দেয়। শা’রীরিক অ’ক্ষমতা কখনোই তাকে বেঁ’ধে রাখতে পারেনি তাকে তার গানের প্র’তিভার সাথে।তিনি কখনই থেমে থাকেননি এই ভেবে যে তিনি চোখে দেখতে পায়না, তার এই প্র’তিভার মাধ্যমে গান গেয়ে মন জিতে নিয়েছে সবার।

ভিডিওতে এই মহিলা যে গান গেয়েছে গান সেই গানটি হল আর কত রাত একা থাকবো। তিনি এত সু’ন্দর করে গান গেয়েছেন যেন মনে হয় মা স’রস্বতী তার গলায় বি’রাজ করে।মহিলার এই উ’দ্যমতা দেখে সবাইকে অ’নুপ্রেরণা দেয় যে শরীরের অ’ক্ষমতাকে কখনো বড় করে দেখা উ’চিত নয়, নিজের প্র’তিভার মাধ্যমে অনেক দূর এগোনো যায়।

মহিলা তার গানের প্র’তিভা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছে। তবে মহিলার নাম কি তার পরিচয় কি সেই স’ম্বন্ধে কিছু জানা যায়নি।