মীন রাশি মাসিক রাশিফল

February 2021

আপনার এই মাস:

মাসের প্রথম দিকে পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন। রাজনীতিকদের সম্মান বাড়তে পারে। পুরনো কাজ ভাল না লাগার জন্য কর্ম পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। সংসারে অশান্তি বাড়তে পারে। এ মাসে বেড়াতে গিয়ে খরচ প্রচণ্ড বাড়বে। বন্ধুদের সঙ্গে আনন্দ বাড়বে। আপনার সাফল্যে অপরের হিংসা। কর্মে শুভ ফল পাবেন।

ব্যবসায় বাড়তি ধনলাভ হতে পারে। পড়াশোনাতে মন বসবে না। কর্মস্থানে পাওনা আদায় হতে পারে। জ্ঞাতি শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। চিত্তচাঞ্চল্য থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। প্রিয় বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান। কোনও ভাল কাজে গিয়ে আশাভঙ্গ হতে পারে। কর্মে শ্রমের মূল্য পাবেন না। উপযাচক হয়ে কারও উপকার করবেন না। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ হতে পারে।

1 Comment

  1. […] মাসিক রাশিফল […]

Comments are closed.