২১-ফেব্রুয়ারি-২০২১ থেকে ২৭-ফেব্রুয়ারি-২০২১
আপনার এই সপ্তাহ:
সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেম-প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনঃকষ্ট। পিতামাতার সঙ্গে কোনও তীর্থ ভ্রমণের আলোচনা।
সপ্তাহের শেষের দিকে কারোর সমালোচনায় না যাওয়াই ভাল, কলহ বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সারা দিতে পারেন, উপকার পাবেন। অর্থনৈতিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে। টনসিলের সমস্যায় ভোগান্তি।
[…] সাপ্তাহিক রাশিফল […]