‘ভারত জিততে পারে না সেখানে!’কঠিন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সূচি ঘোষণা করলো BCCI

ভারতীয় ক্রিকেট দল তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে, এটা আগেই জানা ছিল ক্রিকটপ্রেমীদের। এবার ঘোষিত হল টিম ইন্ডিয়ার হাই-প্রোফাইল সেই বিদেশ সফরের ক্রীড়াসূচি। শুক্রবার বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে গান্ধী-ম্যান্ডেলা ট্রফি-সহ তিন ফর্ম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের ক্রীড়াসূচি প্রকাশ করা হয়।ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত যে তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং হল গান্ধী-ম্যান্ডেলা ফ্রিডম সিরিজ। কেননা দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজে ভারতের সাফল্য এখনও অধরা।

মহা গুরুত্বপূর্ণ সেই সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর তারিখে। অর্থাৎ, ভারত এবছর বক্সিং ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে।ভারতীয় দল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলবে কেপ টাউনে। নিউ ইয়ার টেস্ট ম্যাচটি শুরু হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে। রোহিতরা দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবেন টি-২০ সিরিজ দিয়ে। ১০ ডিসেম্বর ডারবানে খেলা হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে ১২ ও ১৪ ডিসেম্বর। ম্যাচ দুটি আয়োজিত হবে পোর্ট এলিজাবেথ ও জোহানেসবার্গে।

টি-২০ সিরিজের পরে খেলা হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গেই খেলা হবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ। ১৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে দু’দল পুনরায় পোর্ট এলিজাবেথে ফিরবে। ২১ ডিসেম্বর পার্লে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে। একেবারে শেষে খেলা হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘতম ফর্ম্যাটের সিরিজ দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে টিম ইন্ডিয়া।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের সূচি:-১০ ডিসেম্বর (রবিবার): প্রথম টি-২০ (ডারবান)১২ ডিসেম্বর (মঙ্গলবার): দ্বিতীয় টি-২০ (পোর্ট এলিজাবেথ)১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার): তৃতীয় টি-২০ (জোহানেসবার্গ)

  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের সূচি:-১৭ ডিসেম্বর (রবিবার): প্রথম ওয়ান ডে (জোহানেসবার্গ)১৯ ডিসেম্বর (মঙ্গলবার): দ্বিতীয় ওয়ান ডে (পোর্ট এলিজাবেথ)২১ ডিসেম্বর (বৃহস্পতিবার): তৃতীয় ওয়ান ডে (পার্ল)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সূচি:-২৬-৩০ ডিসেম্বর (মঙ্গলবার-শনিবার): প্রথম টেস্ট (সেঞ্চুরিয়ন)৩-৭ জানুয়ারি, ২০২৪ (বুধবার-রবিবার): দ্বিতীয় টেস্ট (কেপ টাউন)