Ancient History- Indus Valley civilization- সিন্ধু সভ্যতা – Part – 1

আমাদের আজকের আলোচ্য বিষয় হল সিন্ধু সভ্যতা। এই সভ্যতাগুলি থেকে কোন ধরনের প্রশ্ন আসে এটা সবার প্রথমে জানা দরকার, কারণ চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু অন্য যে কোন কিছুর থেকে আলাদা হয়। গতানুগতিক ভাবে প্রচুর মুখস্ত করার দরকার নেই।

প্রথমেই বলে দিই এই সভ্যতাটার নাম সিন্ধু সভ্যতা হলেও, কোন একটা অল্প জায়গার মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ কখনোই ছিল না কারন এরকমটা তো সম্ভব নয় যে মানুষ শুধুমাত্র একটা জায়গাতেই বসবাস করে, কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি কিন্তু ভারতবর্ষে বিভিন্ন শহরে গ্রামে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি সেই একইভাবে সেই যুগেও কিন্তু বিভিন্ন শহরে গ্রামে মানুষ বসবাস করত। অর্থাৎ একটা কথায় বলতে গেলে অনেকগুলো জায়গাতে তারা থাকতো। যেমন হচ্ছে :

  • হরপ্পা
  • মহেঞ্জোদারো
  • কালিবঙ্গান
  • লোথাল
  • রোপার এবং আরো আছে

এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে ? কি মনে রাখবো ?

  • ১)সভ্যতা টী কোন নদীর তীরে অবস্থিত ?
  • ২) কে আবিষ্কার করেছিলেন? কত সালে?
  • ৩) এখানে বিশেষ কি আছে ?

আরেকটা জিনিস মনে রাখা উচিত যে সিন্ধু সভ্যতা এই সমস্ত জায়গা গুলি কে নিয়ে, যে সমস্ত জায়গা গুলির নাম উপরে লেখা হয়েছে এই সবগুলিকে নিয়ে হচ্ছে সিন্ধু সভ্যতা, কিন্তু যেহেতু এখানে সবার প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল সেই জন্য এই পুরো সভ্যতা কে হরপ্পা সভ্যতাও বলা হয়।

হরপ্পা সভ্যতা :

  • রবি বা রাভি নদীর তীরে অবস্থিত।
  • ১৯২১ সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন।
  • বর্তমানে এই জায়গাটি পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত।

মহেঞ্জোদারো :

  • সিন্ধু নদীর তীরে অবস্থিত ( পাকিস্তানে )
  • ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন
  • বিশাল স্নানাগার পাওয়া গেছে ( বারবার পরীক্ষায় আসে)
  • ব্রোঞ্জের নর্তকী পাওয়া গেছে।
  • মহেঞ্জোদারো কে মৃতের স্তুপ বা Mount of dead বলা হয়।
মহেঞ্জোদারো – বিখ্যাত স্নানাগার

হরপ্পা এবং মহেঞ্জোদারো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটি ছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরীক্ষায় বারবার উঠে আসে। নিচে রইলো:

কালিবঙ্গান:

  • ঘর্ঘরা নদীর তীরে অবস্থিত
  • এই জায়গাটা রাজস্থানে আছে ( বারবার পরীক্ষায় আসে রাজস্থানের একটি জায়গার নাম করো সিন্ধু সভ্যতার সময়)

লোথাল :

  • ভোগবা নদীর তীরে অবস্থিত
  • এটা গুজরাটের আহমেদাবাদে এর কাছে ( গুজরাটের জায়গার নাম আসে পরীক্ষায় বার বার)
  • এখানে একটি বন্দর পাওয়া গেছিল ( খুব গুরু্বপূর্ণ)

আরেকটা জিনিস মনে রাখা উচিত যে, প্রত্যেকটি জায়গার আবিষ্কর্তা কে সেটা কিন্তু সব সময় জিজ্ঞেস করে না পরীক্ষায়, যে সমস্ত জায়গার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন গুলো আসে বা যেগুলো সেই জায়গার বিশেষত শুধুমাত্র সেই জিনিসগুলোকে আমরা টাচ করে করে যাচ্ছি যাতে করে তোমাদের অতিরিক্ত পড়তে না হয়।

ঢলাভিরা (Dholavira) :

  • জল নিকাশি ব্যবস্থা বা জল ধরে রাখা উন্নত ব্যবস্থা (বারবার পরীক্ষায় আসে)
  • এই জায়গাটা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত।

রোপার ( Ropar ):

  • শতদ্রু নদীর তীরে অবস্থিত।
  • পাঞ্জাব রাজ্যে অবস্থিত।

বানওয়ালি ( Banwali) :

  • হরিয়ানার হিসার অঞ্চলে অবস্থিত
  • কাদার লাঙ্গল পাওয়া গেছিল

আরো কিছু প্রশ্ন যেগুলি এখান থেকে আসে :

  • সিন্ধু সভ্যতার সবথেকে বড় অঞ্চলটি হল Rakhigarhi , বাংলায় এর উচ্চারণ টা রাখিগাড়ি বলা চলে।
  • বন্দর পাওয়া গিয়েছিল গুজরাটের লোথাল এ।

এটা থেকে কুইজ হবে কাল, তাহলেই সবার মুখস্থ হয়ে যাবে, এখন চোখ বুলাও তাহলেই হবে।

All the best