আঙুলে সেলাই,আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন গতবারের সব থেকে বেশি রান করা ব্যাটার!

চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছে এখন আইপিএল। একের পর এক ম্যাচে রীতিমতো দেখা যাচ্ছে দুর্দান্ত কম্পিটিশন, তবে বেশ কিছু ক্রিকেটার ইতিমধ্যেই চোটের সমস্যায় জর্জরিত। যেমন ইতিমধ্যে কেন উইলিয়ামসন শুধুমাত্র আইপিএল নয় ৫০ ওভারের বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার, গত বছরের আইপিএল এর সব থেকে বেশি রান সংগ্রহকারী এবার চোটে জর্জরিত।

বুধবার রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে চোট পেয়ে চিন্তা বাড়িয়ে দিলেন জস বাটলার। রাজস্থানের অন্যতম সফল ব্যাটার তিনি। আইপিএলে খেলা নিয়েই সংশয় দেখা দিল গত বারের সর্বোচ্চ রান সংগ্রহকারীর। দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচে কার্যত ছিটকেই গিয়েছেন তিনি। ক’টি ম্যাচে বাইরে থাকতে হবে তা নিশ্চিত নয়।শেষ ওভারে জেসন হোল্ডারের বোলিংয়ে পঞ্জাবের ব্যাটার শাহরুখ খানের ক্যাচ নিতে অনেকটা দৌড়ে এগিয়ে এসেছিলেন তিনি। ক্যাচটি নিলেও আঙুলে চোট লাগে তাঁর। পরে আঙুলে দু’টি সেলাই করা হয়।

```

ক্যাচ নেওয়ার পরে বাটলারের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা যন্ত্রণা পেয়েছেন তিনি। দু’বল বাকি থাকতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান।পরে রাজস্থান ব্যাট করতে নামার সময় বাটলারের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে ওপেন করতে হয়। বাটলারের হাতে তখন সেলাই করা হচ্ছিল। ম্যাচের পর এ বিষয়ে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যশ ফিট ছিল না। ওর হাতে তখন সেলাই করা হচ্ছিল।”

তিনে নেমে ১১ বলে ১৯ রানের বেশি করতে পারেননি বাটলার। পরে সেরা ক্যাচের পুরস্কার নিতে এসেছিলেন ইংরেজ ব্যাটার। তখন তাঁর হাতে মোটা সাদা রঙের ব্যান্ডেজ দেখা গিয়েছে।আগামী কয়েক দিন বাটলারের আঙুল ফোলা থাকবে বলেই দলীয় সূত্রে খবর। ফলে ফিল্ডিংও করতে পারবেন না। তাই দিল্লি ম্যাচে বাটলারকে ছাড়াই দল নামানোর কথা ভাবা হচ্ছে। এমনকি, তার পরের ম্যাচেও বিশ্রাম পেতে পারেন বাটলার। কারণ রাজস্থানকে দু’টি ম্যাচ খেলতে হবে তিন দিনের ব্যবধানে।

```

বুধবার রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে চোট পেয়ে চিন্তা বাড়িয়ে দিলেন ওই ক্রিকেটার। আইপিএলে খেলা নিয়ে সংশয় রয়েছে তাঁর।