লজ্জাজনক:ভারতের যুব দলের কাছে পরাজিত হলেন বিশ্বের এই সমস্ত ক্রিকেট দল! সব মিলিয়ে শক্তিশালী ভারতীয় দল

অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-২০ স্কোয়াড:-ম্যাথিউ ওয়েড (ক্যাপ্টেন), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডার্সিস, ন্যাথন এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জোশ ফিলিপ, তনবীর সাঙ্গা, ম্যাথিউ শর্ট ও কেন রিচার্ডসন।

আসল কি কারণ রয়েছে সেটা অস্ট্রেলিয়া বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি তাই এর কারণ নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। যদিও অনেক ক্রিকেট ভক্তরা এটা মনে করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পেরে উঠছে না ভারতের সাথে, সেজন্য লজ্জার হাত থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের যুব দলের কাছে যেন কোনমতেই দাঁড়াতে পারছে না অস্ট্রেলিয়ার এই ক্রিকেট দল যেখানে যথেষ্ট এক্সপেরিয়েন্স ক্রিকেটার রয়েছে যেমন গ্লেন ম্যাক্সওয়েল, স্টয়নিস, ওয়েড, স্টিভ স্মিথ। আর তারপরেই এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদিও এই সিদ্ধান্তের পিছনে।

গুয়াহাটির তৃতীয় টি-২০ ম্যাচে তাঁরা মাঠে নেমে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।রায়পুরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবেন বেন ডার্সিস ও স্পিনার ক্রিস গ্রিন। রায়পুরের চতুর্থ টি-২০ অথবা বেঙ্গালুরুর শেষ টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে পারে গ্রিনের।

স্মিথ-ম্য়াক্সওয়েলদের সরিয়ে নেওয়ার পরে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের একমাত্র সদস্য হিসেবে ভারত সফরে থাকছেন ট্র্যাভিস হেড। যদিও বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতে আসা তনবীর সঙ্গাও বাকি সিরিজের জন্য থেকে যাচ্ছেন এদেশে।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ট্র্যাভিস হেড যদিও টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচে মাঠে নামেননি।