তাঁকে বল দেওয়া হলে ধরে নেওয়া হতো, এবার পড়তে চলেছে উইকেট। একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিতেন বিপক্ষ দলের ব্যাটিং অর্ডার। বিশ্বকাপে বল হাতে একাধিকবার টিম ইন্ডিয়াকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন মহম্মদ শামি। তবে শুধু মাঠের অন্দরেই নয়, মাঠের বাইরেও এবার তিনি হলেন নায়ক। বাঁচালেন দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির জীবন। ঘটনাটি ঘটেছে নৈনিতালে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি এবং জানিয়েছেন, ওই ব্যক্তি সত্যিই খুব ভাগ্যবান এবং ঈশ্বর ওনাকে নতুন জীবন দিয়েছেন।
জানা গিয়েছে, টিম ইন্ডিয়া তারকা পেসার নৈনিতালে এসেছিলেন সেন্ট মেরি কনভেন্ট স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে। তাঁর ভাগ্নি সেই স্কুলের ছাত্রী। এছাড়াও শুক্রবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। নৈনিতালের হিল রোডে, তাঁর গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একজন ব্যক্তি আহত হন। শামি সহ সেই স্থানে উপস্থিত সকল ব্যক্তি সেই আহত মানুষটিকে উদ্ধার করেন। তাঁর যত্ন নেন পেস তারকা।
এই ভিডিয়োটি শামি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই ব্যক্তি সত্যিই খুব ভাগ্যবান এরাম একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরার জন্য।’ এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘ঈশ্বর সহায় হলে সবকিছুই হয়। আজ এই ব্যক্তি নতুন জীবন পেয়েছে। ঈশ্বর ওকে দিয়েছে নতুন জীবন। নৈনিতালের পাহাড়ি রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। সেই সময়ে আমার গাড়ির সামনে এই ব্যক্তির গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমি এবং উপস্থিত সব ব্যক্তি এই ব্যক্তিকে নিরাপদ ভাবে উদ্ধার করে আনি।’ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার হতেই সকলেই প্রশংসায় পঞ্চমুখ হন শামির এবং পড়তে শুরু করে নানা কমেন্ট। দেখুন ভিডিও :
উল্লেখ্য, বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন মহাম্মদ শামি। এর মধ্যে রয়েছে তিনটি ফাইফারও। তাঁর সেরা বোলিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৫৭ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এছাড়াও আরও দুটি ফাইবার আসে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাঁর এই বিধ্বংসী বোলিং দেখে তাঁকে স্টেডিয়াম উপহার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এছাড়াও তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ড্রেসিংরুমে গিয়ে তাঁর কাঁধে টেনে নেন শামিকে। সেই ছবি দেখেছে গোটা বিশ্ব।
সব মিলিয়ে আরো একবার সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জিতে নিলেন মোহাম্মদ শামি।