সারা বিশ্ব জুড়ে বর্তমানে ফ্রাঞ্চাইজি খেলা গুলির রমরমা, সব থেকে জনপ্রিয় আইপিএল যেখানে খেলার জন্য মুখিয়ে থাকে বিশ্বের সমস্ত বড় বড় ক্রিকেটার কিন্তু আইপিএলের দেখা দেখি বিশ্বের অনেক দেশেই এই ধরনের লীগ শুরু হয়েছে যদিও জনপ্রিয়তা পায়নি কিন্তু কিছু অংশে আইপিএলের তুলনায় কম হলেও টাকা তো রয়েছেই, এবার এই ধরনের লিংকগুলি খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। যা ভবিষ্যতের রাস্তা খুলে দিল যে আরো অনেক ক্রিকেটার এই পথেই হাঁটতে পারেন।

৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলসের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। তবে হেলস গত এক বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন।সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন অ্যালেক্স হেলস। ইনস্টাগ্রামে করা একটি পোস্টে হেলস লিখেছেন যে, ‘আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের হয়ে তিন ফরম্যাটেই ১৫৬টি ম্যাচ খেলা আমার জন্য গর্বের বিষয়।’

তার পোস্টে হেলস আরও লিখেছেন যে, ‘জাতীয় দলের জার্সিতে খেলার সময়ে আমি এমন কিছু স্মৃতি এবং বন্ধু তৈরি করেছি, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে। এখন আমি অনুভব করছি যে, এখনই এগিয়ে যাওয়ার সঠিক সময়। এবং সে কারণেই আমি অবসরের ঘোষণা করছি। ইংল্যান্ডের জার্সি গায়ে আমি নিশ্চিত ভাবেই কখনও কখনও বড় কিছু পেয়েছি। আবার কিছু সময় খারাপও গিয়েছে। এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমি খুব সন্তুষ্ট বোধ করছি যে, ইংল্যান্ডের হয়ে আমার শেষ খেলায় বিশ্বকাপ ফাইনাল জিতেছিলাম।’ প্রসঙ্গত জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যালেক্স হেলস ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হেলস ইংল্যান্ড দলের হয়ে ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট খেলে ৫টি হাফসেঞ্চুরি সহ ৫৭৩ রান করেছেন।অ্যালেক্স হেলস তাঁর সেরা ক্রিকেটটা খেলেছেন সাদা বলে। ইংল্যান্ডের হয়ে তিনি ৭০টি ওয়ানডে খেলে ৬টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরি সহ ২৪১৯ রান করেছেন।
৩৭.৭৯ গড় এবং ৯৫.৭২ স্ট্রাইক রেট ছিল হেলসের। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। ৩০.৯৫ গড়ে এবং ১৩৮.৩৫ স্ট্রাইক রেটে ২০৭৪ রান করেছেন। ১টি সেঞ্চুরি ও ১২টি অর্ধশতরান রয়েছে হেলসের টি-টোয়েন্টি ক্যারিয়ারে। সব মিলিয়ে সারা বিশ্ব ক্রিকেট গুলির রমরমা বাড়ছে তাতে করে অনেক ক্রিকেটার ভবিষ্যতের এই একই পথে হাঁটবেন এই বিষয়টি পরিষ্কার। এমনকি জস বাটলারের সাথেও কথাবার্তা চলছে রাজস্থান রয়েলসের যাতে তাকে ভবিষ্যতে রাজস্থানের হয়ে বিশ্বের বিভিন্ন লীগে দেখা যায় এবং তিনি যাতে আর ইংল্যান্ডের জাতীয় দলে আর না খেলেন, বাটলারের ব্যাপারটি কতদূর এগোবে সেটা এখন সময় বলে দেবে কারণ বাটলারের ওপরেই নির্ভর করছে সব।