বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আজকে আবার একটি নতুন কুইজ। ধর্মীয় প্রতিবাদী আন্দোলন চ্যাপ্টার এর অন্তর্গত বৌদ্ধ ধর্মের উপর দশটি প্রশ্ন রয়েছে এখানে, কতগুলো উত্তর সঠিক হল সেটা দেখে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। বাকি সমস্ত আপডেট whatsapp-এ পেয়ে যাবে। প্রত্যেকদিন অন্তত প্রত্যেকটি কুইজ একবার করে attempt করা উচিত যাতে সেগুলি মনে থাকে। না হলে MCQ বারংবার ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়।
[WATU 5]
প্রত্যেকদিন যে নতুন আপডেট দেওয়া হবে সবকিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখো সব আপডেট সেখান থেকে পেয়ে যাবে।
All the best.