ধর্মীয় প্রতিবাদ আন্দোলন এই চ্যাপ্টারের সাধারণত বেশকিছু ধর্ম যেগুলো সেই সময়ে আবির্ভূত হয়েছিল সেগুলো সম্পর্কে জানতে হবে। এই ধর্ম গুলি সম্পর্কে বিস্তারিত জানার কোন দরকার নেই, যে সমস্ত জিনিস গুলো বারংবার পরীক্ষায় আসে এবং এ সমস্ত জিনিস গুলো জানতেই হবে আমরা শুধুমাত্র সেই বিষয়গুলির উপরেই অধ্যয়ন করব। নিচে বেশ কিছু তথ্য দেওয়া থাকলেও সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে কারণ এটা থেকে আবার কুইজ শুরু হতে চলেছে।
বৌদ্ধ ধর্ম :
- গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়
- লাইট অফ এশিয়া বইটি লিখেছেন এডউইন আর্নল্ড
- ভূতেদের জন্মগ্রহণ করেন 563 খ্রীষ্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে।
- অশোকের রুমমিনদেয় শিলালিপি থেকে জানা যায় গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী
- বাল্যকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ
- বুদ্ধদেব 29 বছর বয়সে গৃহত্যাগ করেন, বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা মহাভিনিস্ক্রমন নামে খ্যাত
- 483 খ্রিষ্টপর্বাব্দে তার মৃত্যু হয় মরল রাজ্যের রাজধানী কুশিনগর যেটি বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর এর জেলা কাশিয়া
- বুদ্ধদেবের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ
- বুদ্ধদেব আটটি মার্গের কথা বলেছেন যাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়
- বৌদ্ধদের ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত। যার নাম বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক
- বুদ্ধদেব সর্বপ্রথম নিজের বাণী প্রচার করেন সারনাথের।
- সারনাথে গৌতম বুদ্ধের ‘ভূমিস্পর্শ মুদ্রা’ মূর্তিটি গুপ্ত যুগের।
এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৌদ্ধ সংগীতি কোথায় কোথায় হয়েছিল? এটি ভীষণ গুরুত্বপূর্ণ
বৌদ্ধ সংগীতি | রাজা | সভাপতি | স্থান |
প্রথম বৌদ্ধ সংগীতি | অজাত শত্রু | মহাকাশ্যপ | রাজগৃহ |
দ্বিতীয় বৌদ্ধ সংগীতি | কালাসোক বা কাকবর্ন | সবাকামি বা শুভকামি | বৈশালী |
তৃতীয় বৌদ্ধ সংগীতি | অশোক | তিস্য | পাটলিপুত্র |
চতুর্থ বৌদ্ধ সংগীতি | কনিষ্ক | বসুমিত্র | কাশ্মীর মতান্তরে জলন্ধর |
গৌতম বুদ্ধের জীবনের উল্লেখযোগ্য ঘটনা এবং তার প্রতীকসমূহ :
ঘটনা | প্রতীক |
জন্ম | পদ্ম |
প্রথম ধর্ম প্রচার | ধর্ম চক্র |
বোধীলাভ | বোধিবৃক্ষ |
মহাভিনিষ্ক্রমণ | ঘোড়া |
বৌদ্ধ ধর্ম সম্পর্কে সমস্ত তথ্য এখানেই শেষ হলো। আরো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখ।