February 2021
আপনার এই মাস:
মাসের প্রথম দিকে শরীরের কোনও কষ্ট বাড়তে পারে, তার জন্য খরচ বৃদ্ধি। বাড়ির সকলে মিলে দূরে ভ্রমণ। আগুন থেকে সাবধান। ব্যবসায় ভাল সময়। এ মাসে কোনও ছোট বিপদ থেকে সাবধান। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাড়তে পারে। ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনায় মন বসবে। মাসের কোনও সময় একটা আঘাতপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। শত্রুর ভয় থাকবে। সন্তানের ব্যপারে …..
সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় অশান্তি বাড়তে পারে। পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গিয়ে বিপদ। মাসের মধ্যভাগে কোনও কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসায় আবার লাভের সম্ভাবনা। বাড়িতে অতিথি আসতে পারে এই সময়।