বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল

২১-ফেব্রুয়ারি-২০২১ থেকে ২৭-ফেব্রুয়ারি-২০২১

আপনার এই সপ্তাহ:

সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার ক্ষেত্রে আগ্রহ  বাড়তে পারে। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও  আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে মতান্তর। চাক্রির স্থানে সুনাম বাড়তে পারে। আপনাকে এই সপ্তাহে সন্দিগ্ধ অবস্থায় কাটাতে হতে পারে।  অর্থের দিক ভালই দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি। বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে।

1 Comment

  1. […] সাপ্তাহিক রাশিফল […]

Comments are closed.