February 2021
আপনার এই মাস:
ব্যবসার ক্ষেত্রে মাসটি ভাল যেতে পারে।তবে পাওনা টাকা আদায় না হওয়ার যোগ। পুরনো মামলা নিয়ে আবার অশান্তি হতে পারে। বিবাহ-বিবাদ বৃদ্ধি। নতুন কাজ এ মাসে না করা ভাল হবে। সারা মাস অর্থ অভাবে কাটতে পারে। কর্ম স্থানে কিছু কারনে বাধা আসবে। দূরে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। সন্তানের দিক থেকে শুভ। ব্যবসায় খুব ভাল খবর পাবেন। নতুন কোনও চাহিদা বাড়বে ব্যবসায়। রাস্তাঘাটে কোনও বিপদ থেকে সাবধান থাকুন। গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যিবে। বাড়িতে…..
বাড়িতে পূজা নিয়ে আলোচনা। দৈহিক রোগের কারণে কর্মস্থানে কাজের ব্যাঘাত। এ মাসে অর্থ সমস্যা মেটাতে ধার হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। ভাই-বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতি। বাড়িতে এমাসে অশান্তির পরিমাণ বাড়তে পারে। তবে অর্থভাগ্য মোটের উপর ভাল যাবে। যাঁরা সম্পদ কেনা-বেচা করেন তাঁরা ভাল ফল পেতে পারেন।
[…] মাসিক রাশিফল […]