বদলে গেল দেশের এই ৫ নিয়ম, সরাসরি প্রভাব ফেলবে আপনার জীবনে

টাকা-পয়সা, ব্যাংকিং, ইন্সুইরেন্স , রেল সহ একাধিক নিয়মে বড় বদল আসল। এর সরাসরি একটা প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে। জেনে নিন কি কি নিয়ম বদলে গেল : ১. এখন ২৪ ঘন্টা আরটিজিএসের সুবিধা: ব্যাংক গ্রাহকদের জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এর জন্য ৭ দিন ২৪ ঘন্টা উপলব্ধ থাকবে। করো’নার সময়কালে, অনলাইন লেনদেনগু’লি উল্লেখযোগ্যভাবে বৃ’দ্ধি পেয়েছে।

২.এর আগে আরবিআই এনইএফটি-র নিয়মও পরিবর্তন করেছিল। এনইএফটি সুবিধাটি 2019 সালের ডিসেম্বর থেকে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পাওয়া যার । যা পরিবর্তন হবে এবার এই সুবিধাটি ২৪ ঘন্টা উপলব্ধ থাকবে। ভারতীয় রেল/ Indian Railways :
৩.করো’নার সঙ্কটের কারণে অনেক রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয় নি। তবে এখন বেশ কিছুু স্পেশাল ট্রেন চালু হতে চলেছে।

৪.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) টাকা তোলার নিয়ম পরিবর্তন করার কথা ঘোষণা করেছে। এখন থেকে পিএনবি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ভিত্তিক টাকা তোলার সুবিধা বাস্তবায়ন করতে যাচ্ছে। একসাথে ১০ হাজার টাকার বেশি নগদ উত্তোলন এখন ওটিপি ভিত্তিক হবে।

৫. এবার থেকে ৫ বছরের ইন্সুইরেন্স পলিসি হোল্ডাররা অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন।

stay on top of news.