ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে ভারতের দল বেশ কিছুটা চাপের মধ্যে ছিল তবে তৃতীয় ম্যাচে ভারতীয় দল দুরন্ত কাম ব্যাক করে এবং জয় লাভ করে তবে ভারতীয় দল প্রথম থেকেই দাবি করে আসছিল যে চতুর্থ ম্যাচের তারা আরো দুর্দান্ত কামব্যাক করবে, নিজেদের দেওয়া কথা রেখেছে হার্দিক পান্ডিয়া এবং কোম্পানি এবং চতুর্থ ম্যাচের রীতিমতো দাপটের সাথে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া যার অন্যতম কারিগর ভারতের দুই ওপেনার জসওয়াল এবং শুভমান গিল।
৫১ বলে ৮৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন যশস্বী জসওয়াল। তবে ভারতীয় দলকে এই ম্যাচে সহজ জয় এনে দেওয়ার পিছনে আরো একজন সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি হলেন শুভমান গিল। টসে জিতে প্রথমে ব্যাট করতে আসা ওয়েস্ট ইন্ডিজ ১৭৮ রানের একটা ভালো রকম টার্গেট ভারতীয় দলকে দেয় যা ভালো বোলিং করলে একটা কঠিন ম্যাচ হতে পারতো কিন্তু ভারতীয় দলের দুই ওপেনিং ব্যাটসম্যান যেভাবে ব্যাট করেছে তাতে ভালো বোলিং কাকে বলে সেই সংজ্ঞাটাই যেন পাল্টে দিয়েছে তারা রীতিমতো ১৭৮ রানের মত একটা বড় টার্গেট ৩ ওভার হাতে থাকতেই সম্পূর্ণ করে ফেলেছে শুভমান গিল এবং জসওয়ালরা।
শুভমান গিলের আজকের ইনিংসে চারের থেকে ছক্কা বেশি ছিল। তার আজকের ইনিংস টি সাজানো ছিল তিনটি চার এবং পাঁচটি বিশাল ছক্কা দিয়ে। দেখে ঠিক এরকমটাই মনে হচ্ছিল যে তিনি যেন ড্রেসিংরুম থেকেই সেট হয়ে এসেছেন। ভারতের এই দুই ওপেনিং ব্যাটসম্যানের দাপটে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুভমান গিল তার এই ৪৭ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস দিয়ে অনবদ্য রেকর্ড করেছেন।
১৬৫ রানের মাথায় তিনি আউট হয়ে গেলেও ইতিমধ্যে তিনি তার কাজ করে দিয়ে চলে যান যেখানে ভারতীয় দল একটা এমন পরিস্থিতিতে ছিল যেখান থেকে ভারতীয় দলের পরাজয় রীতিমত অসম্ভব ছিল শেষ পর্যন্ত একটি বাউন্ডারি মারেন তিলক বর্মা যিনি সাত রানে নট আউট ছিলেন। ভারতীয় দল খুব সহজে এই ম্যাচে জয়লাভ করে নেয় ভারতের দুই তরুণ ওপেনারের দুর্দান্ত ইনিংসের দৌলাতে।
আপাতত সিরিজটি বরাবর রয়েছে, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো করে ম্যাচ জিতেছে এবং শেষ ম্যাচটি হবে আগামীকাল যেখানে ভারতীয় দল চেষ্টা করবে জয়লাভ করে এই সিরিজ জিতে ভারতে ফিরতে।