বড় খবর:সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি বছরে ৮ বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান!দেখুন লিস্ট

চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেছে ঠিক এক দশক আগে। এরপর যতবারই তারা মুখোমুখি হয়েছে সেটা হয় আইসিসি নতুবা এসিসির কোনো টুর্নামেন্টে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের যে আবেদন তাতে কি আর এক-দুই ম্যাচে তৃষ্ণা মেটে! দ্বিপাক্ষিক সিরিজ মানেই টানা তিন চারটি ম্যাচ দেখার সুযোগ। এবার হয়ত সে সুযোগ মিলছে। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও চলতি বছরেই মোট আটবার দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের।

চলতি বছরের দ্বিতীয়ার্ধের ক্রিকেটসূচিই এই সুযোগ করে দিচ্ছে।চলতি বছরের জুলাইয়ের শেষের দিক থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চারটি আসরে অংশ নিচ্ছে ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটি আসরে অন্তত একবার করে দুই দেশের মুখোমুখি হওয়া নিশ্চিত। কপাল ভালো হলে সংখ্যাটি বেড়ে দাঁড়াতে পারে আরও পাঁচ ম্যাচে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

এশিয়া কাপ: ৩০ আগস্ট মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। এসিসি আয়োজিত এই টুর্নামেন্টকে বলা যায় বিশ্বকাপের ড্রেস রিহার্সেল। এই টুর্নামেন্টেই ১৫ দিনের মধ্যে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের ড্র দুই দলকে ফেলেছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে থাকা ভারত-পাকিস্তান ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ক্যান্ডিতে। গ্রুপের তৃতীয় দল হিসেবে নেপাল থাকায়, ভারত-পাকিস্তানের সুপার ফোরে খেলা মোটামুটি নিশ্চিত। সুপার ফোরে গেলে দুদল ফের মুখোমুখি হবে ১০ সেপ্টেম্বর। এরপর যদি ফাইনাল নিশ্চিত করতে পারে তবে ১৭ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

এশিয়ান গেমস: চীনের হাংঝুটে বসছে এশিয়ান গেমসের এবারের আসর। আসরে থাকছে ছেলে-মেয়ে উভয় বিভাগেই টি-টোয়েন্টি ক্রিকেট। ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে মোট ১৮টি দেশ, যেখানে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এরই মধ্যে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। সে হিসেবে ভারত-পাকিস্তান উভয়ই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট শুরু করবে।আসরের কোয়ার্টারফাইনাল বা সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা না থাকলেও সেমিফাইনালে উঠে দুদল যদি একই ফল করে তবে দেখা হয়ে যাবে তাদের। সেমিফাইনালে দুদলই জিতলে দেখা যাবে ভারত-পাকিস্তান ফাইনাল। আর উভয়ই হেরে গেলে ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হবে তারা।

  • ইমার্জিং এশিয়া কাপ: শ্রীলঙ্কার মাটিতে চলছে ইমার্জিং এশিয়া কাপের আসর। জাতীয় দল অংশ না নিলেও এই টুর্নামেন্টে তারকার উপস্থিতি একেবারেই কম নয়। গ্রুপ ‘বি’র খেলায় এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান, যে লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। এরই মধ্যে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে দুদলই। আর সেই সেমিফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, আর পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুদলই যদি সেমিফাইনালে জয়লাভ করে তবে ফাইনালে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ।

ওয়ানডে বিশ্বকাপ: অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ১০ দলের এই টুর্নামেন্টের সূচিও এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এবারের আসরটি লিগ পদ্ধতিতে হওয়ায় প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে। তাই ভারত-পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুদলের। সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত উঠতে পারলে দুদলের ফের দেখা হতে পারে।