বড় আপডেট: নেপাল ম্যাচ জিততেই ঘোষণা হলো সুপার ফোরে ভারতের ৩ ম্যাচের সূচি ! দেখে নিন

এবারের এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তানের লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের গ্রুপ ম্যাচ বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায়। তবে গ্রুপ লিগের খেলা শেষ হওয়া মাত্রই এটা নিশ্চিত হয়ে যায় যে, সুপার ফোর রাউন্ডে ফের দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের এ-গ্রুপের লিগ ম্যাচগুলি শেষ হয় সোমবার। পাকিস্তান ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরের টিকিট আগেই নিশ্চিত করেছিল। সোমবার নেপালকে টপকে সুপার ফোর রাউন্ডে প্রবেশ করে টিম ইন্ডিয়া।

সুতরাং, ভারত-পাকিস্তান উভয় দল সুপার ফোরে ওঠায় দ্বিতীয়বার ভারত-পাক ম্যাচের দিনক্ষণ নির্দিষ্ট হয়ে যায়। পাকিস্তান ও ভারতকে যথাক্রমে এ-১ ও এ-২ দল হিসেবে বাছাই করা হয়েছে আগে থেকেই। অর্থাৎ, পয়েন্ট টেবিলে দু’দলের অবস্থান যাই হোক না কেন, ২ দল যদি সুপার ফোরে ওঠে, তবে পাকিস্তান এ-গ্রুপের এক নম্বর দল থাকবে এবং ভারত চিহ্নিত হবে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। সেই মতো পাকিস্তান এ-১ ও ভারত এ-২ দল হিসেবে সুপার ফোর রাউন্ডে প্রবেশ করে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সুপার ফোর রাউন্ডে এ-১ বনাম এ-২ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১০ সেপ্টেম্বর। সুতরাং, সুপার ফোর রাউন্ডে পাকিস্তান বনাম ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ওই দিন। রবিবারের ভারত-পাক ম্যাচটি খেলা হওয়ার কথা কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে।

সুপার ফোরে চারটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা ২টি দল পরস্পরের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে। সুতরাং, সুপার ফোর রাউন্ডের বাধা টপকে ভারত-পাকিস্তান ফাইনালে উঠলে আগামী ১৭ সেপ্টেম্বর ফের দেখা যেতে পারে ভারত-পাক মহারণ।

ভারত সুপার ফোর রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর বি-গ্রুপের ১ নম্বর দলের (শ্রীলঙ্কা অথবা অফগানিস্তানের) বিরুদ্ধে। রোহিত শর্মারা সুপার ফোর রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবেন ১৫ সেপ্টেম্বর বি-গ্রুপের ২ নম্বর দলের (বাংলাদেশ অথবা আফগানিস্তান) বিরুদ্ধে। ২টি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়।