এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগার ব্যাটাররা। তবে একপাশ ইনিংসের শুরু থেকেই আগলে রেখে খেলতে থাকেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির আশা জাগিয়ে টপ অর্ডার এই ব্যাটার ফিরেছেন ৮৯ রান করে।ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সেঞ্চুরি মিস করাই আক্ষেপ আছে কিনা।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথমবার নেপালের মুখোমুখি হয়েছিল ভারত। আর প্রথম সাক্ষাতেই নেপালের বোলারদের ক্লাস নিলেন ভারতীয় দলের অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিনি ৫৯ বলে অপরাজিত ৭৫ রান করেন। এদিনের ইনিংসে হিটম্যান মেরেছিলেন ৬টি চার ও ৫টি ছক্কা। এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাড়াতাড়ি আউট হওয়া রোহিত শর্মা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের বোলারদের বিরুদ্ধে নিজের পুরনো ফর্ম দেখিয়েছিলেন। এই সময়ে রোহিত শর্মাও নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেলেন।
রোহিত শর্মা ভারতের হয়ে প্রথম ব্যাটসম্যান যিনি এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রান করেছেন। দশমবারের মতো এশিয়া কাপে ৫০ বা তার বেশি ইনিংস খেলে সফল হয়েছেন রোহিত শর্মা। দলকে ২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দ্রুত গতিতে একটি শক্তিশালী হাফ সেঞ্চুরি করেন রোহিত। ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান।এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ৪৯তম হাফ সেঞ্চুরি। এই ফর্ম্যাটে তিনটি ডাবল সেঞ্চুরি করা রোহিত ভারতের হয়ে ৩০টি সেঞ্চুরিও করেছেন। এই ফর্ম্যাটে সবচেয়ে সফল ওপেনার হয়ে উঠেছেন রোহিত শর্মা। সম্প্রতি, তিনি দ্রুত গতিতে রান সংগ্রহ করছেন এবং এটি তাঁর দলের জন্যও উপকৃত হচ্ছে, কারণ তাঁর অধিনায়কত্বে দলটি এখনও পর্যন্ত ভালো করছে।
শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা। শ্রীলঙ্কার মাটিতে তিনি এখনও পর্যন্ত ২৭টি ছক্কা মেরেছেন, সুরেশ রায়না তাঁর আগে এই কীর্তি করেছিলেন। রায়না শ্রীলঙ্কায় ২৫টি ছক্কা মেরেছিলেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ২২টি ছক্কা মেরেছেন। সচিন তেন্ডুলকর ২০টি ও শিখর ধাওয়ান শ্রীলঙ্কার মাটিতে ১৭টি ছক্কা মেরেছেন।
শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যে ভারতীয়রা :
- ২৭ – রোহিত শর্মা:
- ২৫ – সুরেশ রায়না
- ২২ – সৌরভ গঙ্গোপাধ্যায়
- ২০ – সচিন তেন্ডুলকর
- ১৭ – শিখর ধাওয়ান
ভারতীয় হিসাবে ODI এশিয়া কাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকা: ২২ – রোহিত শর্মা, ১৮ – সুরেশ রায়না, ১৩ – সৌরভ গঙ্গোপাধ্যায়, ১২ – মহেন্দ্র সিং ধোনি, ১২ – বীরেন্দ্র সেহওয়াগ।