আইপিএল (IPL) হোক কিংবা টিম ইন্ডিয়ার (Team India) সীমিত ওভারের ফরম্যাট। যজুবেন্দ্র চাহাল (Yuvzendra Chahal) সবসময় ম্যাচ উইনার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। তবুও এশিয়া কাপের (Asia Cup 2023) পর এবার বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দল থেকেও বাদ গেলেন এই তারকা লেগ স্পিনার। টিম কম্বিনেশন বজায় রাখতেই নাকি চাহালকে ফের বাদের তালিকায় ফেলে দেওয়া হল। এমন খবরই ভারতীয় ক্রিকেটের অলিন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এবার ভারতীয় দল থেকে তারকা স্পিনারের বাদ পড়ার পরে এই মন্তব্য করলেন হরভজন সিং (Harbhajan Singh)।
তিনি বলেন, ফর্ম খারাপ থাকলেও দলে রাখা উচিত ছিল চাহালকে। তাতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতেন চাহাল। এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই চাহাল বাদ পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। বিশ্বকাপের দলেও নেই এই লেগ স্পিনার। ফলে বিতর্ক আরও বাড়ছে।ভাজ্জি টুইটারে লিখেছেন, ‘যজুবেন্দ্র চাহাল বিশ্বকাপের দলে নেই। প্রকৃত ম্যাচ উইনারকে দলে রাখা হবে না!’ এই টুইট দেখেই বেশ বোঝা যাচ্ছে যে চাহাল বাদ যাওয়ার জন্য বেশ ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অফ স্পিনার।২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন চাহাল। কিন্তু একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারতীয় দল।
তারপর থেকেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন রিস্টস্পিনার। দিন কয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সেভাবে ভাল পারফর্ম করতে পারেননি চাহাল। পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপের দলে তাঁকে না নেওয়া নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছিলেন, সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখেই চাহালকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে দলে রাখা হয়েছিল। এবার বিশ্বকাপের দল থেকেও বাদ গেলেন তিনি।নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ভারতীয় দলের একটাই খামতি রয়েছে- যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। সীমিত ওভারের সেরা স্পিনার চাহাল। মানছি শেষ কয়েকটা ম্যাচে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ও। কিন্তু তার মানে এই নয় যে চাহাল ভাল স্পিনার নয়।’
হরভজন আরও বলেন, “আমার মনে হয় চাহালের দলে থাকাটা দরকার ছিল। আশা করি চাহালের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা রয়েছে। বুঝতে পারছি এখন চাহাল ফর্মে নেই। কিন্তু দলের সঙ্গে থাকলে ওর আত্মবিশ্বাস বজায় থাকত একবার দল থেকে বাদ পড়ে গেলে ভাল খেলার জন্য অহেতুক চাপ তৈরি হয় ক্রিকেটারের উপরে।’২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি।
এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, তাঁকে কোনও ম্যাচেই চাহালকে খেলাননি রোহিত শর্মা। আর এবার তাঁকে বিশ্বকাপের দল থেকেই বাদ দেওয়া হল। চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন লেগ স্পিনার কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি বিশ্বকাপ দলে না থাকার যন্ত্রণা কি তাঁর কমবে? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।