ব্রেকিং:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট,ODI ও T20 সিরিজের দল ঘোষণা করলো BCCI !

বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে পরাজয় কে পিছনে ফেলে ভারতীয় দলকে এবার এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে এবং এই মুহূর্তে ভারতের সামনে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিরিজটি রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করছে ভারতের যুব দল আর সেখান থেকে বেশ কিছু ক্রিকেটারকে সিলেক্ট করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই কঠিন সিরিজটির জন্য। কারণ দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিরুদ্ধে সিরিজ জেতা কখনোই সহজ হয় না, সুতরাং এটা একটা দুর্দান্ত সিরিজ হতে চলেছে ভারতের এই সমস্ত যুব ক্রিকেটারদের জন্য।

বারবার প্রশ্ন উঠেছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা অথবা সাদা বলে ক্রিকেটে খেলার ইচ্ছে তাদের রয়েছে কি না। বিরাট কোহলি সাদা বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চেয়েছিলেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেই আসছিল যাতে রোহিত শর্মাকে কনভিন্স করা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করার জন্য এমন রোহিত শর্মা সেটাতে সাড়া দিয়েছে এবং রোহিত শর্মা এই টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কত্ব করবে যার কথা স্পষ্ট যে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত ক্যাপ্টেন । পাশাপাশি আগে থেকেই স্পষ্ট ছিল যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি কে পাওয়া যাবে না। এর পাশাপাশি দুঃখজনকভাবে অজিঙ্কে রাহানে কে বাদ দেওয়া হয়েছে টেস্ট দল থেকে। দেখে নিন ভারতের তিন ফরম্যাটের দল :

টেস্ট দল: রোহিত শর্মা (C), বিরাট কোহলি, কে এল রাহুল(VC), শ্রেয়স আয়ার, রুতুরাজ গাইকোয়ার, শুভমন গিল, ঈশান কিষান, যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাদেজা, শামি, বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, যশস্বী জসওয়াল , সিরাজ, মুকেশ কুমার, শার্দুল ঠাকুর, প্রশিধ কৃষ্ণা।

ওডিআই দল : যশস্বী জসওয়াল, কে এল রাহুল (C), শ্রেয়স আইয়ার (VC), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শুভমন গিল, সূর্য্যকুমার যাদব, রুতুরাজ গাইকোয়ার, মুকেশ কুমার, অর্ষদিপ সিং, সিরাজ, অক্ষর প্যাটেল, সাই সুদর্শন, রজত পাতিদার, তিলক বর্মা, কুলদীপ যাদব, আবেশ খান, দীপক চাহ্যার।

T২০ দল : কে এল রাহুল ( VC), শ্রেয়শ আইয়ার, সুর্যকুমার যাদব(C) , শুভমান গিল, রুতুরাজ গাইকোয়ার, ঈশান কিষান, যশস্বী জসওয়াল, অক্ষর প্যাটেল , রিঙ্কু সিং , জিতেস শর্মা, সিরাজ, মুকেশ কুমার, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার।

সব মিলিয়ে ভারতীয় দলের পুরো স্ট্রেন্থ দেখে নেওয়ার এটা একটা দুর্দান্ত সিরিজ হতে চলেছে।