আপনার এই বছর:
বর্তমান বর্ষে এ রাশির জাতক কিছু দৈহিক ক্লেশভোগ করবেন, অন্যান্য বিষয়ে জাতক শুভ ফললাভ করবেন সুনিশ্চিত। অজীর্ণ, বায়ু-পিত্ত অম্লজনিত রোগ, নেত্রপীড়া প্রভৃতি কষ্টের কারণ হবে। এ বৎসর দীর্ঘ দিনের পুরাতন কোনও রোগের আরোগ্যলাভ সম্ভব। ধনভাব অতিশয় শুভ। বর্তমান বর্ষে অর্থোপার্জন খুব ভালই হবে, ব্যয় হবে অল্প। সুতরাং সঞ্চয় হবে প্রচুর। চাকুরিরত ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি, অর্থাগম বৃদ্ধি, বিদেশ গমন, সুনামবৃদ্ধির যোগ বিদ্যমান। ব্যবসায়ীগণের পক্ষেও এ বৎসর সুবর্ণ সুযোগলাভের কাল সন্দেহ নেই। বিশেষত রফতানি বাণিজ্যে অধিক উন্নতিলাভ যোগ প্রবল। মধ্যে মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হবে, তবে তা স্থায়ী হবে না।
নিজের বিশিষ্ট বিদ্যালাভ, পরীক্ষায় আশাতিরিক্ত সাফল্য প্রভৃতি যেমন বিশেষ আনন্দের কারণ হবে, তেমনই সন্তানের কৃতিত্বেও গৌরব বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থের প্রতি দৃষ্টি রাখা কর্তব্য। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে অসদ্ভাব ও সামান্য বিরোধের যোগ আছে বটে, তবে একটু সংযত থাকলে ঐ জাতীয় কুফলের কবল থেকে মুক্ত থাকা সম্ভব হবে। পিতা মাতার স্বাস্থ্যহানি বিশেষত মাতার স্বাস্থ্য নিয়ে ক্লেশভোগ চিন্তা ও উদ্বেগের সৃষ্টি হতে পারে। বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না। ভ্রাতা বা ভগ্নী স্থানীয় কোনও বন্ধু দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রবল শত্রুজয়ী যোগ থাকবে বর্তমান বর্ষে। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বলা চলে। ধর্মকার্যে বিঘ্ন সৃষ্টি হলেও বৎসরের শেষ ভাগে ধর্মাচরণে মতিস্থির হবে বলে মনে হয়। সদ্গুরুলাভের যোগ দৃষ্ট হয়।
অর্থ: এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক ব্যাপারে কোনও চাপ থাকবে না। এ বছরের মধ্য ভাগে আর্থিক বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। কিন্তু, সকল বাধা অতিক্রম করতে সক্ষম হবেন।
পরিবার: কোনও বিবাদের কারণে বাড়িতে চিন্তা বাড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে মাঝে মধ্যেই বিবাদ বাধতে পারে। পারিবারিক অশান্তি নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই শ্রেয়।
সম্পর্ক: প্রেমের ব্যাপারে কোনও বিবাদ থেকে মুক্তি। নতুন সম্পর্ক ভাল হবে। পুরনো সম্পর্ক একটু মানসিক চাপ বাড়াতে পারে। অন্য কোনও ব্যক্তির জন্য অশান্তি বৃদ্ধি।
জীবিকা: এ বছর জীবিকা নিয়ে খুব একটা চাপ বাড়বে না। জীবিকার কোনও পরিবর্তন হতে পারে। ব্যবসার সাফল্যে আনন্দ পেতে পারেন।