‘একটা মান্ধাতা আমলের…’ ভারতকে নিয়ে মাইকেল ভনের বি’স্ফোরক মন্তব্যে তোলপাড়!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হারের মুখে পড়তে হয়েছে ভারতকে। ৩০৬ রান করেও ভারত এই টোটাল রক্ষা করতে পারেনি এবং নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটে পরাজিত হতে হয়েছিল। এবার টিম ইন্ডিয়ার পরাজয় নিয়ে কটূক্তি করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। অধিনায়ক শিখর ধাওয়ান,কোচ ভিভিএস লক্ষ্মণ এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক।

আসলে,ভারতীয় দল প্রথম ওয়ানডেতে মাত্র পাঁচটি বোলিং বিকল্প নিয়ে মাঠে নেমেছিল। এর মধ্যে ছিলেন আর্শদীপ সিং,উমরান মালিক,শার্দুল ঠাকুর,ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চাহাল। তবে কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের রেকর্ড জুটি ভাঙতে পারেননি ভারতের এই বোলাররা। ভারতীয় দলের এই কৌশল তাদের কাজে আসেনি। ম্যাচের পরে,প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর উইলিয়ামসন এবং ল্যাথামকে তাদের ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও বলেছিলেন,ভারতীয় দল বোলিংয়ে অনেক ভুল করেছে। জাফর টুইট করে লিখেছিলেন, ‘নিউজিল্যান্ড আপনি দুর্দান্ত খেলা দেখিয়েছেন। এমনকি ৩০০ এর স্কোর ২৭০ এর মত লাগছিল। উইলিয়ামসন বরাবরের মতো ক্লাস দেখিয়েছেন, কিন্তু ল্যাথাম দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং কৃতিত্বের দাবিদার। একজন ওপেনারের পক্ষে অর্ডারে নেমে সফল হওয়া সহজ নয়। মাত্র পাঁচ বোলারকে খেলিয়ে ভুল করেছিল টিম ইন্ডিয়া।’

এ নিয়ে মাইকেল ভন তাকে জবাব দিয়েছেন এবং ভারতীয় দলকে পুরনো দিনের দল হিসেবে বর্ণনা করেছেন। মাইকেল ভন লিখেছেন,‘এটা একটা পুরনো চিন্তার ভারতীয় দল ()। আপনার দলে অন্তত ছয়টি বোলিং বিকল্প থাকা উচিত,সাতটি না হলেও।’ ভারতের বেঞ্চে যে বিকল্প নেই তা নয়। দীপক হুডা,দীপক চাহার,কুলদীপ যাদবরা প্রথম ওয়ানডে খেলছিলেন না। এর মধ্যে হুডা ও চাহারও লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে এবং বোলিং করতে পারেন।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দলে পরিবর্তন আসতে পারে। রবিবার হ্যামিল্টনে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড দল। এটি টিম ইন্ডিয়ার জন্য একটিডু অর ডাই ম্যাচ হতে চলেছে। ভারত জিতলে সিরিজ ১-১ হয়ে যাবে। একই সঙ্গে হারলে সিরিজে হারের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।