শুভদৃষ্টির সময়, প্যান্ডেল ভেঙ্গে নীচে উল্টে পড়লো নতুন বর, ভিডিও ভাইরাল

বিয়ের সময় বর অনেক ভাবে এন্ট্রি নিতে পারে। তবে বিয়ে করতে যাওয়ার মুখেই শালীদের হতে পড়ে বরের অনেক সময় নাস্তানাবুদ অবস্থা হয়।আর এই ধরনের ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সবথেকে ওপরে বিরাজমান থাকে। কিন্তু সব সময় আবার সব বর সমান হন না। অনেকেই অনেক নতুন নতুন পদ্ধতিতে হিরো সেজে এন্ট্রি নেন বিয়ে করতে।

অনেকে বরের গাড়িতে আসেন, আবার অনেকে আসেন ঘোড়া করে। অভিনেতা নিল ভট্টাচার্য এসেছিলেন আবার নৌকা করে।কিন্তু এবারে আমাদের সামনে এমন একটি ভিডিও উঠে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, বর আসছে একেবারে প্যান্ডেল ভেঙে।

শুভদৃষ্টি করার সময় একেবারে প্যান্ডেলের কাপড় ছিড়ে ধুতি পাঞ্জাবি পরে নেমে এলো নতুন বর। তাকে দেখেই একেবারে হুলুস্থুল কান্ড বিয়ের মন্ডপে। তার পায়ে আবার আলতা পরা আছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হচ্ছে। প্রায় সকলেই নতুন বরের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে।