একেই বলে মাতৃস্নেহ! বিক্রি হয়ে যাওয়া মা গরুকে বাঁচাতে ছুটে চলেছে বাছুর, ভিডিও ভাইরাল

শুধুমাত্র মানুষের মধ্যে নয়, ভালোবাসা কিন্তু পশুপাখিদের মধ্যেও রয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে। এখানে আমাদের নজরে পড়ছে একটি মা গরুর পিছনে চলেছে তার সন্তান।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মা গরু কে তার মালিক বিক্রি করে দিতে চলেছে। তবে তার সন্তান একটি ষাঁড় তাকে ফিরিয়ে আনার জন্য তার পিছনে পিছনে ছুটে চলেছে। ওই মা গরু হলো তার জীবনের সবকিছু।

এই কারণে সে ওই মা গরু কে ছাড়ানোর জন্য গরুর মালিকের কাছে আবেদন করল। ভিডিওতে এটা দেখা যায়নি যে মা গরু ছাড়া পেলো কিনা। কিন্তু এই ভিডিওটি আমাদের দেশে অনেক কিছু শিখিয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ভিডিওটি তুমুল ভাইরাল।

সকলেই এই ভিডিওর নিচে একের পর এক কমেন্ট করছেন এবং ওই গরুর জন্য নিজেদের ভালোবাসার প্রকাশ করছেন। ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করেছেন নিজেদের প্রোফাইলে।