ব্রেকিং নিউজঃসাকিবকে বাদ দিয়ে ইংল্যান্ডের দুর্ধর্ষ ওপেনারকে দলে নিয়ে মাস্টারাট্রোক KKR এর!

এই মরশুমে চোটের কারণে কেকেআর জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন নীতিশ রানা (Nitish Rana)। কিন্তু প্রথম ম্যাচেই হেরে বেজায় চাপে নাইটরা। ব্যাটিং বিভাগে ভেঙ্কটেশ আইয়ার (Venktesh Iyer) এবং আন্দ্রে রাসেল ভালো পারফর্ম করলেও বাকিরা সেইভাবে রান পাননি। পঞ্জাব কিংসের (PBKS) কাছে হারের পর, আগামীকাল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। ইতিমধ্যেই শাকিব আল হাসান (shakib Al Hasan) ছিটকে গেছেন আইপিএল থেকে। এইমুহূর্তে তিনি দেশের হয়ে আয়ারল্যান্ড সিরিজ (Ireland Series) খেলতে ব্যাস্ত।

তাঁকে ছাড়লে দলের কম্বিনেশনে সমস্যা হবে, সেইজন্যই তাঁকে ছাড়তে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ফলে তাঁর সার্ভিস পাবেনা দল। যা সমর্থকদের কাছেও খারাপ লাগার বিষয়। সেইসঙ্গে সমস্যায় পড়ে কেকেআর টিম ম্যানেজমেন্টও।এই মুহূর্তের বড় খবর। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) আসতে চলেছেন ইংল্যান্ড ওপেনার (England Opener) জেসন রয় (Jason Roy)। বিবৃতি দিয়ে জানাল আইপিএল (IPL 2023) এবং কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

তবে এরই মাঝে ভালো খবর এটাই যে, নাইট ব্রিগেডে যোগ দিতে চলেছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান জেসন রয়। আর টি-২০ ক্রিকেটে (T-20 Cricket) তাঁর পরিসংখ্যানও যথেষ্ট ভালো। কুড়ি বিশের ক্রিকেটে তাঁর মোট রান ৮১১০। সর্বোচ্চ সংগ্রহ ১৪৫ এবং স্ট্রাইকরেট ১৪১.৯০। শুধু তাই নয়, রয়েছে ৬টি সেঞ্চুরি এবং ৫৩টি অর্ধশতরান। এহেন আক্রমণাত্মক ব্যাটসম্যানকে দলে নিয়ে এসে নিজেদের শক্তিবৃদ্ধি করতে মরিয়া নাইট ব্রিগেড। সর্বমোট ২ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে সই করিয়েছে কেকেআর।

প্রসঙ্গত, জাতীয় দলে ফিরেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সেঞ্চুরি পান জেসন রয়। তারপর বাংলাদেশ ওয়ানডে সিরিজে (One day series) আরও একটি শতরান পান। পাকিস্তান সুপার লিগে (PSL), পেশোয়ার জলমির (Peshawar Zalmi) বিপক্ষে ৬৩ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই জেসন রয়।

জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১৫২২ রান করেছেন জেসন। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।