সিংহ রাশির মাসিক রাশিফল

February 2021

আপনার এই মাস:

মাসের  প্রথমে ব্যবসায় খুব ভাল ফল পাবেন। চাকরির ক্ষেত্রে সুযোগ মিলতে পারে। ঠান্ডা লাগার জন্য শরীরে কষ্ট বাড়তে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। প্রেমের ব্যপারে মনে অবসাদ বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। এ মাসে সংসারের অশান্তি জন্য মানসিক কষ্ট। ব্যবসার জন্য নতুন কোনও লোকের আগমন। মাসের মধ্য  সময়ে সাধুসঙ্গে থাকার জন্য মনের দিক দিয়ে আনন্দ পাবেন। ব্যবসায় …

ব্যবস্যাই অশান্তি হতে পারে। এ মাসে ভোগবিলাসের জন্য  ব্যয় বৃদ্ধি। বাড়িতে বিবাদ। এ সময় আপনার সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে। নিজের কারণে ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য মনে আনন্দ বৃদ্ধি। খেলাধূলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি। সংসারে অপব্যায়ের জন্য বিবাদ হতে পারে।