মশাদের বিরাটাকার ঘূর্ণিঝড়, Video দেখে শিউড়ে উঠছে Social Media

ধরা যাক, আপনি হাইওয়ে ধরে এগোচ্ছেন। হঠাৎই পিলে চমকে উঠল সামনের দিকে তাকিয়ে। মাটি থেকে উঠে ক্রমে আকাশের বুকে মিশে গিয়েছে ঝড়ের ধূসর শরীর! ধেয়ে আসছে টর্নেডো। বহু হলিউড ছবি কিংবা ইউটিউবে টর্নেডোর দাপটের ভিডিও দেখার ফলে আপনি জানেন, এরপরই চোখের সামনে সব উড়িয়ে, গুঁড়িয়ে চলে যাবে ভয়ংকর ঝড়। কিন্তু, না। যা ভাবছেন ব্যাপারটা আসলে তা নয়। ওটা ঝড় নয়। ওটা আসলে মশার (Mosquito) ঝাঁক! আর্জেন্টিনায় দেখা গিয়েছে এমনই দৃশ্য।

নেট দুনিয়ায় ভাইরাল (Viral) এই ভিডিও। মানুষ এখন ভুবনগ্রামের বাসিন্দা। সুদূর আর্জেন্টিনার এই মশক বাহিনীর দাপট দেখে কলকাতায় বসেও আঁতকে উঠছেন মানুষ। গড়ের মাঠে এমন মশার টর্নেডো থাকলে কী হত এমন ভাবনাও আসতে বাধ্য! মশা নামের প্রাণীটিকে কারওই পছন্দ নয়। মশারির মধ্যে এক-আধটা ঢুকে পড়া মানেই ঘুমের দফারফা। আর এখানে তো রীতিমতো ব্যাটেলিয়ন! স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

ভিডিও যাঁর তোলা, ভিডিওয় তাঁকে আতঙ্কিত সুরে স্প্যানিশ ভাষায় বলতে শোনা গিয়েছে, ”এটা ক্রমেই বড় হচ্ছিল। এমনটা আমি এর আগে কখনও দেখিনি।” অনেকেই এতে সিঁদুরে মেঘ দেখেছেন। জুয়ান জোস গার্সিয়া নামের এক বিশেষজ্ঞের দাবি, বুয়েনস আয়ার্সে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে বহু জায়গায় জল জমে গিয়েছে। যার ভিতরে ইচ্ছেমতো ডিম পেড়েছে মশার দল। এর ফলে রাতারাতি প্রচুর পরিমাণে সংখ্যাবৃদ্ধি ঘটেছে তাদের। তারই ফলশ্রুতি ওই টর্নেডোর আকারে মশার ঝাঁক।

ভিডিওটি লোড না হলে এখানে ক্লিক করুন