মানুষের মত ফলের দোকানে ফল বিক্রি করছে বাঁদর, অবাক নেটদুনিয়া,ভাইরাল ভিডিও

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে,এক ভদ্রলোক তার দুই বাঁদরকে একদম নিজের ছেলে মেয়ের মতোই পালন করেন। তিনি যখন বাজারে যান বাঁদর দুটিও তার সাথে যায়। বাঁদর দুটি নিজেই ভদ্রলোকের জন্য ফল, ফুল সবকিছু বেছে দেয়। এমনকি ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবজির দোকানে বাঁদর দুটি দুটি নিজেই তাজা সবজি ভদ্রলোকের জন্য বেছে দিচ্ছে।

কেনাকাটি হয়ে গেলে বাঁদর দুটি ভদ্রলোকের কোলে চেপে বাড়ি চলে যায়। তাদের এই ভিডিও সত্যি মুগ্ধ করেছে মানুষকে। লাখ লাখ মানুষ ভিডিওটি লাইক করেছে।বিশেষ করে ওই ভদ্রলোক বাঁদর দুটিকে নিজের ছেলে মেয়ের মতই মানুষ করেছেন। ভদ্রলোককে কুর্নিশ জানাই তার এই ভালোবাসার জন্য।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এরকম নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। এরকম অদ্ভুত ভিডিওগুলি দেখে সত্যিই আমাদের লোম খাড়া হয়ে যায়।

ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া গুলিতে।

stay on top of news.